ভোট শেষ না হওয়া পর্যন্ত পঞ্চায়েতমন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ কমিশনের

ভোট শেষ না হওয়া পর্যন্ত পঞ্চায়েতমন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ কমিশনের

বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত ফের সামনে এল। এবার অন্ধ্রপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রমেশ কুমার সেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রামচন্দ্র রেড্ডিকে পঞ্চায়েত নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গৃহবন্দি করার নির্দেশ দিলেন৷  সরকারি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিক অন্ধ্রপ্রদেশ রাজ্যের পুলিশ প্রধান গৌতম সোয়াংকে এই নির্দেশ দিয়েছেন।

পঞ্চায়েত মন্ত্রীকে গৃহবন্দি করার নির্দেশেনা সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ঘরবন্দি অবস্থায় মন্ত্রী কোনও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না৷ যার ফলস্বরূপ তাঁর কোনোরকম নেতিবাচক মন্তব্যের প্রভাব পড়বে না আসন্ন পঞ্চায়েত নির্বাচনে৷ তবে নির্বাচন কমিশনের এই নির্দেশকে পাত্তা না দিয়ে পঞ্চায়েত মন্ত্রী রামচন্দ্র রেড্ডি সাফ জানিয়েছেন, “মুখ্য নির্বাচনী অধিকারীকের নির্দেশ আমি মানবো না, আমি শুধু চন্দ্রবাবু নাইডু দেশমের নির্দেশে কাজ করি। তাছাড়া নির্দেশ দেওয়ার আগে তা কার্যকরী হবে কিনা ভেবে দেখা উচিত ছিল তাঁর৷”

অন্ধ্রপ্রদেশ রাজ্যে জগমোহন রেড্ডি সরকার এবং নির্বাচন কমিশনের সংঘাত নজরে আসছে গতবছর থেকেই। সেই রাজ্যে ২০২০ সালে সব পঞ্চায়েতগুলির মেয়াদ ফুরিয়ে যাওয়ার জন্য ভোটের প্রস্তাব আনে নির্বাচন কমিশন। কিন্তু করোনা অতিমারীর কারনে তার স্থগিত হয়ে যাওয়ায় আদালতের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। শেষ অব্দি সুপ্রিম কোর্টে গিয়ে জয়ের স্বাদ পায় নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেই রাজ্যে শুরু হয় পঞ্চায়েত ভোটের তোড়জোড়। কিন্তু বহু বিরোধী প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে না পারার ঘটনায় সে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক রমেশ কুমার বলেন, “এই ঘটনা গণতন্ত্রের পক্ষে শুভ নয়৷” পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করা প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করতেও অস্বীকার করেন তিনি। আর এতেই ক্ষুব্ধ হন সেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রামচন্দ্র রেড্ডি। প্রার্থীদের জয়ী ঘোষণা না করলে তিনি জেলাশাসকের কালো তালিকাভুক্ত করার হুমকিও দেন তিনি। পঞ্চায়েত মন্ত্রী বলেন, “যাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিকের আদেশ মেনে চলবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷” পাশাপাশি তিনি এও বলেন, “মুখ্য নির্বাচনী আধিকারিকের মেয়াদ শেষ হবে ৩১ মার্চ। কিন্তু সরকার তার পরেও থাকবে৷” তার এই বক্তব্যেই অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভোটের আগে অশান্তির বাতাবরণ সৃষ্টি হলে মুখ্য নির্বাচন আধিকারিক পঞ্চায়েত মন্ত্রী রামচন্দ্র রেড্ডিকে গৃহবন্দি থাকার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =