ভুবনেশ্বর: করোনা টিকা না নিলে মিলবে না স্বাস্থ্যকর্মীদের বেতন, এমনটাই ঘোষণা করল ওডিশার কটক জেলা প্রশাসন৷ নির্দেশে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের টিকা নেওয়ায় উদ্বুদ্ধ করাই জেলা প্রশাসনের লক্ষ্য!
ওডিশার কটক জেলার জেলাশাসক ভবানী শংকর চয়নি এসসিবি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, পুরসভার কমিশনার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা কল্যাণ আধিকারিক এবং অন্যান্য অফিসারদের একটি চিঠি দিয়ে জানিয়েছেন, করোনার টিকা না নিলে স্বাস্থ্যকর্মীরা আগামী ফেব্রুয়ারিতে বেতন তুলতে পারবেন না। এই চিঠিতে তিনি আরও জানিয়েছেন, “রাজ্যের মধ্যে কটক জেলায় টিকাকরণের হার সবথেকে কম, যা লজ্জাজনক একটি বিষয়। এই বিষয়ের উন্নতিসাধনের জন্যই এই ব্যবস্থা৷”
উল্লেখ্য, ওডিশা রাজ্যের টিকাকরণের হার যেখানে ৬৯.৬%, সেখানে কটক জেলায় টিকাকরণ হয়েছে মাত্র ৫৩.৯%। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কটক জেলায় রাজ্যের মধ্যে সবথেকে বেশি ২৯৬২৪ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে টিকা নিয়েছেন মাত্র ১৫৯৬৫ জন।
কটক জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘আমি নিজে টিকা নিয়েছি। কিন্তু কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নিজের ইচ্ছায় টিকা নিতে না চাইলে প্রশাসনের তাঁকে জোর করার কোনও অধিকার নেই৷” এই বিষয়ে কটকের জেলাশাসক চয়নির মতামত পাওয়া না গেলেও অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক প্রদীপ্ত কুমার মহাপাত্র জানিয়েছেন, ‘‘আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে জেলায় টিকাকরণের হার বৃদ্ধি করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷”
আগামী শনিবার রাজ্যে দ্বিতীয় দফায় সমাজের দ্বিতীয় শ্রেণির করোনা যোদ্ধা অর্থাৎ পুলিশ এবং পুরসভা কর্মীদের টিকা দেওয়া শুরু হবে। আর এই শনিবার ওড়িশা রাজ্য প্রশাসন ২৪৫০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে, এমনটাই জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রদীপ্ত কুমার মহাপাত্র।