আধার কার্ড হারিয়ে গিয়েছে? চিন্তা নেই, ফিরে পান সহজেই

আধার কার্ড হারিয়ে গিয়েছে? চিন্তা নেই, ফিরে পান সহজেই

 

নয়াদিল্লি: আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি৷ যে কোনও ক্ষেত্রেই আধার কার্ড থাকাটা এখন বাধ্যতামূলক৷ আধার কার্ড হারিয়ে গেলে দুঃশ্চিন্তায় পড়েন সাধারণ মানুষ৷ কিন্তু জানেন কি খুব সহজেই ফিরে পাওয়া যায় আধার নম্বর৷ এর জন্য প্রয়োজন রেজিস্টার মোবাইল নম্বর বা ই-মেল আইডি৷ 

১২ সংখ্যার আধার নম্বর ইস্যু করে ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)৷ আধার কার্ড হারিয়ে গেলেও এখন আর নম্বর পাওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷ রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বর এবং ই-মেল আইডি দিয়েছিলেন, অনলাইনে সেগুলিই দিতে হবে৷ বৈধ মোবাইল নম্বর বা ই-মেল আইডি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আধার নম্বরটি পেয়ে যাবেন৷ তারপর আধার রিপ্রিন্ট বা ডাউনলোড করে নিতে পারবেন৷ ২০১৮ সালের ডিসেম্বর মাসে জরুরি ভিত্তিতে চালু করা হয় অর্ডার আধার রিপ্রিন্ট৷ কোনও কারণে আধার কার্ড হারিয়ে গেলে বা নতুন করে আধার কার্ড চাইলে, দেশের নাগরিকরা যাতে ন্যূনতম খরচে চটজলদি আধার কার্ড রিপ্রিন্ট করাতে পারেন সেটাই ছিল কেন্দ্রীয় সরকারে লক্ষ্য৷ 

কী ভাবে ফিরে পাওয়া যাবে আধার নম্বর? হারানো আধার নম্বর পেতে-

১. প্রথমে ইউআইডিএআই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এখানে একাধিক অনলাইন সার্ভিসের অপশন রয়েছে। 
২. ‘Retrieve Lost UID/EID’ এই অপশনে ক্লিক করতে হবে। এর পরেই একটা নতুন পেজ ওপেন হবে। 
৩. এর মধ্যে দুটি অপশন আসবে৷  Retrieve Aadhaar Number (UID) এবং Retrieve Aadhaar Enrolment Number (EID). 
৪. এর পর নাম, ই-মেল আইডি, বা মোবাইল নম্বর দিয়ে শূণ্যস্থান পূরণ করতে হবে। একটি ক্যাপচা (Captcha) আসবে ভেরিফিকেশনের জন্য। 
৫. এর পর ‘Send OTP’ বাটনে ক্লিক করতে হবে। এর পরেই একটি ওটিপি আসবে রেজিস্টার মোবাইল নম্বরে বা ই-মেল আইডিতে। মোবাইলে আসা ওটিপি পুট করতে হবে৷
৬. ওটিপি দিলেই গ্রাহকের আধার কার্ড বা এনরোলমেন্ট নম্বর চলে আসবে মোবাইল নম্বর বা ই-মেল আইডিতে। 

আরও পড়ুন- নকল খাদি বিক্রি বন্ধ করতে কড়া পদক্ষেপ, নজরে অনলাইন-সহ একাধিক বিপণনকারী সংস্থা

আরও পড়ুন- দেশের ‘সর্ববৃহৎ ও সুন্দরতম’ নগর তৈরি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন- বোধন শেষে বাংলার আকাশজুড়ে উঠবে ‘ব্লু মুন’! এ কীসের ইঙ্গিত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *