লখনউ: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কে জর্জরিত বলিউড৷ এর মাঝেই রাজ্যে সবচেয়ে বড় ও সুন্দরতম ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ গৌতম বুদ্ধ নগরে গড়ে তোলা হবে মেগাবাজেটের এই ফিল্ম সিটি৷
আরও পড়ুন- রাজ্যের মহিলা কৃষকদের জন্য সুখবর, পাশে দাঁড়াল ওয়ালমার্ট
শুক্রবার মিরট ডিভিশনের উন্নয়ন নিয়ে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই সময়ই এই ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করেন তিনি৷ নয়ডা এবং গ্রেটার নডায় যে ফিল্ম সিটি তৈরি হতে চলেছে, তার জন্য সকলকে প্রস্তুত থাকতেও বলেন মুখ্যমন্ত্রী৷ আদিত্যনাথ বলেন, দেশে একটি উন্নত মানের ফিল্মসিটির প্রয়োজন আছে৷ উত্তর প্রদেশই সেটা তৈরির দায়িত্ব নেবে৷ নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয়ের আশপাশের এলাকায় সরকারি আধিকারিকদের ফিল্ম সিটির জন্য উপযুক্ত জমি খোঁজার নির্দেশও দিয়েছেন যোগী আদিত্যনাথ। ফিল্ম সিটির জন্য যত শীঘ্র সম্ভব অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশও দিয়েছেন তিনি৷ পাশাপাশি নয়ডায় যে প্রকল্পগুলির কাজ চলছে যেমন- নয়ডা কনভেনশন ও হ্যাবিট্যাট সেন্টার, গল্ফ কোর্স, বর্ধিত মেট্রো লাইনের কাজ এবং সেক্টর ২১ এ শ্যুটিং রেঞ্জের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- ইলিশ নাও, পিঁয়াজ দাও! পদ্মার ইলিশের সৌজন্যে ভারতের পিঁয়াজ যাচ্ছে বাংলাদেশে
এছাড়া নয়ডা এবং গ্রেটার নয়ডা এলাকায় মাঝেমধ্যেই বিল্ডিং নির্মাতা এবং ক্রেতাদের সংঘাত বাধে৷ এহেন পরিস্থিতি দেখা দিলে যে কোনও মূল্যেই যেন ক্রেতা সুরক্ষা বজায় থাকে, তা দেখার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ ফ্ল্যাট প্রস্তুত হয়ে গেলেই তার রেজিস্ট্রি করিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মিরট ডিভিশনের উন্নয়ন সম্পর্কিত বৈঠকেই এই নির্দেশ দেন যোগী আদিত্যনাথ৷ মিরট, গাজিয়াবাদ, বুলান্দশহর, হাপুর, বাঘপেট এবং গৌতম বুদ্ধ নগর জেলা নিয়েই তৈরি হয়েছে মিরট ডিভিশন৷ এই মুহূর্তে উত্তরপ্রদেশের নয়ডা বা গৌতম বুদ্ধ নগরে সাতটি, মেরঠে তিনটি, গাজিয়াবাদে তিনটি, বুলন্দশহরে দুটি এবং বাঘপতে একটি প্রকল্পের কাজ চলছে।
বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বড় ফিল্ম সিটি হল হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি৷ মেহবুব স্টুডিওয় বেশ বড়৷ তবে রামোজির মতো অত বড় নয়৷ উত্তরপ্রদেশে ফিল্ম সিটি তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিনোদন জগতের কলাকুশলীরা৷