নয়াদিল্লি: পিঁয়াজ রফতানির উপর কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞায় ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে পড়েছিল পিঁয়াজ বোঝাই কয়েকশো লড়ি৷ এই নিষেধাজ্ঞার জেরে বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছিল৷ কেন্দ্রের তরফে বলা হয়েছিল, দেশের উত্তর-পূর্ব এবং পূর্ব প্রান্তে পিঁয়াজ সংকট দেখা দেওয়ায় বাংলাদেশে আর পিঁয়াজ পাঠানো হবে না। কিন্তু শুক্রবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার৷
আরও পড়ুন- করোনা যোদ্ধাদের উপর আক্রমণ? কড়া আইন পাস কেন্দ্রের, বিরোধিতা তৃণমূলের!
এদিকে, ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কথা মতো পুজোর আগেই পদ্মার ইলিশ পাঠিয়েছে বাংলাদেশ৷ চলতি সপ্তাহেই ভারত-বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছেছে ১৪৫০ টন ইলিশ৷ সেখান থেকে সোজা ঢুকে পড়েছে বাংলার বাজারে৷ কিন্তু এর পরেই সোমবার ভারত পিঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করায় সঙ্কটে পড়েছিল বাংলাদেশ৷ ভারতের থেকে সবচেয়ে বেশি পিঁয়াজ আমদানি করে শেখ হাসিনা সরকার৷ তবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশকে ২৫ হাজার মেট্রিকটন পিঁয়াজ পাঠাচ্ছে নয়াদিল্লি৷ সরকারি সূত্রে বলা হয়েছে, ‘‘বন্ধুদেশের প্রতি সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে জরুরি ভিত্তিতে ২৫ হাজার মেট্রিক টন পিঁয়াজ পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই তা রপ্তানির জন্য ছেড়ে দেওয়া হয়েছে।”
গত অক্টোবর মাসে শেখ হাসিনা একবার মজা করে বলেছিলেন, তিনি নাকি তাঁর রাঁধুনিকে বলেছেন, রান্নায় যেন পিঁয়াজ না দেয়৷ ভারত পিঁয়াজ রফতানি বন্ধ করায় তাঁদের দেশের মানুষ সমস্যায় পড়েছে বলেও দুঃখ প্রকাশ করেছিলেন হাসিনা৷ ক্ষোভের সঙ্গে তিনি বলেছিলেন, রফতানি বন্ধ করতে হলে আগে জানানো উচিত ছিল ভারতের৷ তাহলে অন্য কোনও জায়গা থেকে পিঁয়াজ আমদানি করতে পারতাম আমরা৷ চলতি বছর মার্চ মাসে সেই নিষেধাজ্ঞা অবশ্য তুলে নেওয়া হয়৷ কিন্তু দেশে পিঁয়াজের সঙ্কট দেখা দেওয়ায় সোমবার ফের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র৷ ভারতের এই সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শুক্রবার অবশ্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়৷
আরও পড়ুন- শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে কত জন পরিযায়ীর? রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী
ইতিমধ্যেই কলকাতা জোনে রফতানির অপেক্ষায় রয়েছে ২০,০৮৯ মেট্রিকটন পিঁয়াজ৷ বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রেও বলা হয়েছে, সীমান্তে অপেক্ষারত পিঁয়াজ বোঝাই প্রায় ২৫০টি ট্রাক এবার বাংলাদেশে প্রবেশ করতে পারবে। ভারতের এই সিদ্ধান্তের জন্য ঢাকার তরফে ধন্যবাদও জানানো হয়েছে।