বোধন শেষে বাংলার আকাশজুড়ে উঠবে ‘ব্লু মুন’! এ কীসের ইঙ্গিত?

বোধন শেষে বাংলার আকাশজুড়ে উঠবে ‘ব্লু মুন’! এ কীসের ইঙ্গিত?

নয়াদিল্লি: করোনা আবহে একের পর এক খেল দেখাচ্ছে প্রকৃতি৷ বছরে জোড়া গ্রহণ থেকে ধূমকেতু দর্শন, সবই উপভোগ করেছে ভারত৷ ইতিমধ্যেই কমলা চাঁদের দেখা মিলেছে৷ এবার বিশ্বের সর্বত্র দেখা মিলবে ‘ব্লু মুন’৷

ইংরাজি ভাষায় একটি বাক্য রয়েছে, ‘ওয়ানস ইন এ ব্লু মুন’৷ অর্থাৎ যা সহজে দেখা মেলে না৷ কিন্তু এবার আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই তার দেখা দিতে চলেছে৷ ‘ব্লু মুন’ নিয়ে ইতিমধ্যেই কৌতূহল ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়৷ নেটপাড়ায় চর্চা শুরু হলেও ব্লু মুন মানে চাঁদকে কি নীল রংয়ের দেখতে হবে? কিন্তু, ‘ব্লু মুন’ মানে কোনওভাবেই নীল চাঁদ আদৌ দেখা যাবে না৷ তাহলে কী এই ‘ব্লু মুন’? আদতে ‘ব্লু মুন’ মানে পূর্ণচন্দ্র৷ আগামী ৩১ অক্টোবর পূর্ণচন্দ্র বা ব্লু মুনের দেখা মিলবে৷ বিশ্বের সর্বত্র মহাজাগতিক এই ঘটনার সাক্ষী থাকবে৷ যদিও পূর্ণচন্দ্র দেখা যায় ১৯ বছর অন্তর৷ এবার আরও একবার দেখে দেবেপূর্ণচন্দ্র  ‘ব্লু মুন’৷

সারা পৃথিবীজুড়ে মানুষ শেষবার ‘ব্লু মুন’ দেখেছিলেন ১৯৪৪ সালে৷ আগামী অক্টোবর মাসে দু’টি পূর্ণিমা ও দু’টি অমাবস্যা রয়েছে৷ হিন্দু মতে যা, মলমাস৷ আর যার ফলে মহালয়ার ৩৫ দিন পর দেবী দুর্গার বোধন হবে৷ তবে, বিজ্ঞাপন বলছে, আগামী মাসে দ্বিতীয় পূর্ণিমায় পূর্ণচন্দ্র দেখা যাবে৷ যার নাম ব্লু মুন৷ ২০০১ সালে এই ঘটনা শেষ ঘটেছিল৷ আবার এই ঘটনা ঘটবে ২০৩৯ সালে৷ কিন্তু সেবার পৃথিবীর সব জায়গা থেকে তা দেখা যাবে কি না, তা এখনও জানা যাযনি৷

এবার একমাসে জোড়া অমাবস্যার কারণে মহালয়ার পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষ শুরু হয়নি৷ পঞ্জিকা বলছে, মহালয়ার পরের দিন আশ্বিন মাসের প্রথম অমাবস্যা পড়েছে৷ ৩০ শে আশ্বিন অর্থাৎ ১৬ অক্টোবর ফের  অমাবস্যা৷ অমাবস্যা তিথি শেষ হওয়ার পর শুরু হবে দেবীপক্ষ৷ একই মাসে জোড়া অমাবস্যা পড়লে যাওয়ার কারণে চলতি আশ্বিন মলমাস৷ চন্দ্র মাস ২৮ দিনের হয়ে থাকে৷ সৌর মাস ৩০ দিনের৷ প্রায় ১১ দিনের পার্থক্য থাকে৷ ৩০ দিনের পার্থক্য হলে চন্দ্র মাসের সমতা বজায় রাখতে একমাসে মলমাস ধরা হয়৷ এই নিয়মে প্রতি ২৮-৩৫ মাসের একমাস মলমাস হিসাবে ধরা হয়ে থাকে৷ প্রতি ১৯ বছর অন্তর মলমাস ফিরে আসে৷ এবছর আশ্বিন মাস মলমাস হিসাবে বিবেচিত হয়েছে৷ শেষবার হয়েছিল ২০০১ সালে৷ তার আগে ১৯৮২ সালে৷ ওই বছরগুলিতে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর ব্যবধান ছিল ১ মাসেরও বেশি৷ এই নিয়ম অনুযায়ী ২০৩৯ সালের আশ্বিন মলমাস হওয়ার কারণে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর ব্যবধান হবে এক মাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + six =