মুম্বইয়ের শপিং মলে বিধ্বংসী আগুন, সরানো হল ৩৫০০ জনকে

মুম্বইয়ের শপিং মলে বিধ্বংসী আগুন, সরানো হল ৩৫০০ জনকে

মুম্বই: বাণিজ্যনগরীর শপিং মলে বিধ্বংসী আগুন৷ বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল মুম্বইয়ের নাগপাড়ায় সিটি সেন্টার মলে আগুন লাগে৷ শুক্রবার সকাল পর্যন্ত সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকল বাহিনীকে৷ আগুন নেভাতে গিয়ে আহত হন দুই দমকলকর্মী৷ তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় শপিং মল সংলগ্ন বহুতল৷ প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ কী থেকে আগুন লাগল, এখনও জানা যায়নি৷ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷  

আরও পড়ুন- কংগ্রেস কার্যালয়ে আচমকা আয়কর বিভাগের হানা, বাজেয়াপ্ত নগদ সাড়ে আট লক্ষ টাকা

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ প্রথম সিটি সেন্টারে আগুন জ্বলতে দেখা যায়৷ নিমেশে সেই আগুন ছড়িয়ে পড়ে৷ একটি দোকান থেকে মলের দ্বিতীয় ও তৃতীয় তলে আগুন হু হু করে ছড়িয়ে যায়। মধ্য রাতে প্রায় আড়াইটে নাগাদ খবর দেওয়া হয় দমকলে৷ ততক্ষণে আগুন বিধ্বংসী আকার নিয়েছে৷ চারিদিকে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাঙ্ক৷ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন ২৫০ জন দমকল কর্মী৷ ঘটনাস্থলে পৌঁছন মুম্বইয়ের চিফ ফায়ার অফিসার শশীকান্ত কালে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাতেই অকুস্থলে পৌঁছন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর৷    

আরও পড়ুন- করোনা যুদ্ধে আরও এক ধাপ, কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক

মল সংলগ্ন ৫৫ তলা অর্কিড এনক্লেভ বিল্ডিংয়ের বাসিন্দাদের বার করে নিকটবর্তী মাঠে নিয়ে যাওয়া হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেওয়া হয় মল সংলগ্ন এলাকার যান চলাচল৷ ঘিরে ফেলা হয় মল চত্ত্বর৷ এখনও কাজ করছেন দমকল কর্মীরা৷ এই ঘটনায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ আহত দমকলকর্মীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে৷ আহত গদুই দমকলকর্মী হলেন শামরাও জালান বানজারা এবং রমেশ প্রভাকর চাউগলে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *