পাটনা: কংগ্রেসের অফিসে হানা দিয়ে নগজ টাকা বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ। বৃহস্পতিবার পাটনার বিহার কংগ্রেসের রাজ্য সদর দফতর সাদাকাত আশ্রমে আয়কর বিভাগের অফিসাররা অভিযান চালান। চত্বরের অভ্যন্তরে রাখা একটি গাড়ি থেকে সাড়ে আট লক্ষ টাকার নগদ উদ্ধার করেন অফিসাররা।
ওই গাড়িটি আশুতোষ নামে এক ব্যক্তির ছিল। আই-টি কর্মকর্তারা তাঁকে আটক করেছেন। তিনি একজন কংগ্রেস কর্মী। সূত্রের খবর, আই-টি বিভাগের কাছে এই সংক্রাম্ত একটি গোপন খবর এসে পৌঁছয়। তারপরই কংগ্রেসের পাটনার পার্টি অফিসে অভিযান চালানো হয়। আয়কর কর্মকর্তারা বিহার কংগ্রেসের ইনচার্জ শক্তি সিংহ গোহিল এবং জাতীয় গণমাধ্যমের ইনচার্জ রণদীপ সুরজেওয়ালাকে বাজেয়াপ্ত করা নগদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাঁরা তখন কংগ্রেস কার্যালয়েই উপস্থিত ছিলেন।
ঘটনার পর শক্তি সিংহ গোহিল সাদাকাত আশ্রমের আই-টি অভিযানের তীব্র বিরোধিতা করেন। তাঁর দাবি, কংগ্রেসকে মিথ্যে মামলায় জড়িত করার চেষ্টা চলছে। সেই জন্যই এই অভিযান করানো হয়েছে। গোহিল এও দাবি করেছেন যে বিজেপি-জেডিইউ সরকারের নির্দেশে এই অভিযান চালানো হয়েছিল। চিনি বলেন, “বিজেপি-জেডিইউ সরকার জানে যে বিহারের নির্বাচন হেরে যাচ্ছে। সেই কারণেই তারা এই ধরনের কাজ করছে। যার গাড়ি থেকে নগদ নগদ উদ্ধার হয়েছিল সে আমাদের সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়। আর তাই আমরা জানি না নগদ টাকা এবং গাড়িটি কার এবং কোথা থেকে এল।” আয়কর দফতর এই অভিযানটি সম্পর্কে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে খবর।
এদিকে বিহার নির্বাচন ঘিরে তুঙ্গে রাজনীতি। কংগ্রেস ও বিজেপি বিহারে জয়ী হতে মরিয়া। ইতিমধ্যেই ইস্তেহার পেশ করেছে ভারতীয় জনতা পার্টি৷ এই ইস্তেহারে রয়েছে একের পর এক চমক৷ ইস্তেহারে বিজেপি জানিয়েছে, ভোটে জিতলে ১৯ লক্ষ মানুষকে চাকরি দেওয়া হবে৷ বিজেপি চাকরি ছাড়াও তাদের এই ইস্তেহারে জানিয়েছে, সবাইকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে৷ এছাড়া ৩ লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে৷ এছাড়াও ২০২২ সালের মধ্যে ৩০ লক্ষ বাড়িতে শৌচালয় এবং স্বাস্থ্য ক্ষেত্রে ১ লক্ষ চাকরি দেওয়া হবে৷ এমনই প্রতিশ্রুতি দিয়ে এদিন ইস্তেহার প্রকাশ করা হয়৷ এদিন ইস্তেহার প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই, অশ্বিনী চৌবে, ভুপেন্দ্র যাদব প্রমুখরা৷ তবে বিজেপির এই ১৯ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কী আরজেডির চাপে পড়ে? যা নিয়ে উঠছে প্রশ্ন৷