মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যে ধুন্ধুমার, নারায়ণ রানের বিরুদ্ধে FIR

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যে ধুন্ধুমার, নারায়ণ রানের বিরুদ্ধে FIR

মুম্বই: কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের মন্তব্য ঘিরে তুলকালাম৷ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে মারমুখি বিজেপি ও শিবসেনারা কর্মীদের তাণ্ডব৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগেই এই ধুন্ধুমার কাণ্ড৷ 

আরও পড়ুন- এবার খেলা হবে ‘নন্দীগ্রামে’, শুরুতেই ময়দানে নামুক মমতা, চাইছে পড়শি ত্রিপুরা

রানের দাবি, দেশের স্বাধীনতা দিবস কবে তা জানানে না মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ তাই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের ভাষণের সময় বক্তব্য থামিয়ে তথ্য জেনে নেন এক সহকারীর কাছ থেকে৷ অভিযোগ, উদ্ধব ঠাকরের সম্পর্কে অসম্মানজনক মন্তব্যও করেন রানে৷ জন আশীর্বাদ যাত্রায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ তোলে শিবসেনা৷ এর পরেই নারায়ণ রানের বিরুদ্ধে মহারাষ্ট্র পুণের চতুরশ্রীঙ্গি থানায়  এফআইআর দায়ের করা হয়৷ এএনআই সূত্রে খবর, রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের উদ্দেশে রানের বাড়ির উদ্দেশে পুলিশ রওনা দিয়েছে বলে সূত্রের খবর৷ 

প্রসঙ্গত, নারায়ণ রানের রাজনৈতিক জীবনের সূত্রপাত হয়েছিল শিবসেনায়৷ মাঝে কয়েক বছর কংগ্রেসের হাত ধরেছিলেন৷ পরে তিনি যোগ দেন গেরুয়া শিবিরে৷ এদিন রানের বাড়ির সামনে জড়ো হয় বিজেপি ও শিবসেনার সমর্থকরা৷ শুরু হয় বিক্ষোভ৷ এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা মুম্বই৷ জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী রানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর পরেই রানেকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার দীপক পাণ্ডে।

আরও পড়ুন- ‘প্রতিভাবান’, ‘ভবিষ্যৎ আছে’! এই যুক্তি দিয়ে ধর্ষণে অভিযুক্তকে জামিন দিল আদালত

 
উল্লেখ্য, সোমবার আশীর্বাদ যাত্রা চলাকালীন রানে বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীন হয়েছে। এটা খুবই লজ্জার বিষয়। ১৫ অগাস্ট ভাষণ দেওয়ার সময় বক্তৃতা থামিয়ে তিনি পাশের সহযোগীকে জিজ্ঞাসা করে জেনে নেন এবার স্বাধীনতার কত বছর। আমি সেখানে উপস্থিত থাকতাম তাঁকে কষিয়ে খাপ্পর মারতাম।’’ এর পরেই রানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মুম্বই৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *