গুয়াহাটি: গত মার্চ মাসে নিজের এক সহপাঠীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল আইআইটি গুয়াহাটির এক ২১ বছরের ছাত্রের বিরুদ্ধে। কিন্তু তাকে জামিন দিয়ে দিয়েছে আদালত। কারণ হিসেবে বলা হয়েছে, ছেলেটি ‘প্রতিভাবান’ এবং উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তাকে পরে যা দেশের কাজে লাগবে! একই সঙ্গে জানান হয়েছে যে, সে কখনই প্রমাণ লোপাট বা নষ্ট করতে পারে না! এই রায় দিয়েছে গুয়াহাটি আদালত। খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশে।
আরও পড়ুন- মাঝ আকাশেই প্রসব বেদনা, বিমান মাটি ছোঁয়ার আগেই মা হলেন আফগান তরুণী
গত এপ্রিল মাসে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার প্রেক্ষিতে ওই ছাত্রকে ক্যাম্পাস থেকে সাসপেন্ড পর্যন্ত করা হয়। পরে আদালতে এই মামলার শুনানিতে জানান হয়, যে অভিযোগ জানিয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ, তাঁদের দুজনের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে আর তাঁরা দুজনেই রাজ্যের ভবিষ্যৎ। আইআইটি গুয়াহাটির মত স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়ে তাঁরা। তাই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দরকার হবে না। একই সঙ্গে আদালত জানায়, চার্জশিটে সাক্ষীদের কথা পড়ার পর আদালতের মনে হয়নি অভিযুক্তকে জামিন দেওয়া হলে তিনি সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। তাই এক্ষেত্রে অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে।
তবে প্রশ্ন উঠছে, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রতিভাবান বা মেধাবী হলে কি এমন ছাড় দেওয়া যায়? একই সঙ্গে ওই ছাত্র যে ভবিষ্যতে এই ধরণের কোনও অপরাধ করবে না তারও কোনও নিশ্চয়তা নেই কারণে সে যদি সত্যিই এই অপরাধ করে থাকে তাহলে তাঁর মাথায় ঢুকে যাবে যে এত সহজেই ছাড়া পাওয়া যায়। অন্যদিকে, এই মামলার রায়ের প্রভাব অন্য কোনও মামলায় পড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে, যা পরে আরও জটিল আকার নিতে পারে।