নয়াদিল্লি: গ্যাটের জোড় ছিল না তাঁর৷ তাই করোনা আক্রান্ত হয়ে বিনা খরচের হাসপাতালেই ভর্তি হতে হয়েছিল বৃদ্ধ কৃষককে৷ করোনার সঙ্গে তাঁর লড়াইটা একেবারেই সহজ ছিল না৷ কিন্তু চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় সেরে ওঠেন তিনি৷ সুস্থ হয়ে বাড়িও ফেরেন৷ আর বাড়ি ফিরতেই চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাঠিয়ে দেন নিজের মাঠে নিজের হাতে চাষ করা এক প্যাকেট চাল৷
আরও পড়ুন- সাবধান! বাংলার ১০ জেলায় সক্রিয় ৪টি জঙ্গি গোষ্ঠী, NIA জালে ৬ জঙ্গি
জানা গিয়েছে গুরুতরভাবেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ওই কৃষক৷ টানা ১৫ দিন ছিলেন হাসপাতালের আইসিইউ-তে৷ এর মধ্যে ১২ দিন আবার ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয় তাঁকে৷ দীর্ঘ লড়াইয়ের পর করোনাকে হারিয়ে অবশ্য বাড়ি ফেরেন তিনি৷ আর বাড়ি ফিরেই চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জাহির করেন ওই বৃদ্ধ কৃষক৷ পাঠান আন্তরিক নজরানা৷ ওই কৃষকের নাম-পরিচয় বা তিনি কোথায় থাকেন তা অবশ্য জানা যায়নি৷ তিনি কোন হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন, সেটাও অজানা৷ তবে তিনি সুস্থ্য হওয়ার পর যে ভাবে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তা মন কেড়েছে নেট নাগরিকদের৷ নিজের পরিশ্রমের সেরা উপহারটুকু তুলে দিয়েছেন চিকিৎসকদের হাতে৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেই পাঠিয়েছেন এক প্যাকেট চাল৷ সানন্দে তা গ্রহণও করেছেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও৷
আরও পড়ুন- এবার উন্নয়ন নিয়ে কর্মীদের প্রশ্নের মুখে খোদ অনুব্রত, ঠাণ্ডা মাথায় শুনলেন কেষ্টা-দা!
Senior citizen recovered from Covid 19 after ICU stay of 15 days (out of that 12 days on ventilator).
He was a free patient and he wanted to say thanks to treating team. Rice grown by him in his own field. pic.twitter.com/kbPkoyjoYC
— Dr Urvi Shukla MD (@docurvishukla) September 14, 2020
গত ১৪ সেপ্টেম্বর প্যাকেট ভর্তি চালের ছবি পোস্ট করেন চিকিৎসক উর্বী শুক্লা৷ এই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়৷ হাজার হাজার মানুষ তাঁর পোস্টে লাইক করেন৷ বহু মানুষ আবার পোস্টটি রিটুইটও করেন৷ স্বার্থপর পৃথিবীতে মানুষ এখন উপকারের মূল্য দেয় না৷ সেখানে দাঁড়িয়ে বৃদ্ধ কৃষক যেন নতুন নজির সৃষ্টি করলেন৷ অনেকেই তাই বলছেন, এটা শুধু এক প্যাকেট চাল নয়, এর সঙ্গে মিশে রয়েছে ওই বৃদ্ধ কৃষকের হৃদয়ের পরশ৷