নয়াদিল্লি: আর মাত্র কয়েক দিনের মধ্যেই ভারতে শুরু হচ্ছে রাশিয়ার তৈরি করোনা প্রতিষেধক স্পুটনিক ভি’র থার্ড ফেজ ক্লিনিক্যাল ট্রায়াল৷ ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ জানিয়েছে, আগামী বছর মার্চ মাসের মধ্যেই ট্রায়াল শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের৷ ট্রায়াল শেষ হওয়ার পরই ড্রাগ কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-র অনুমোদন পাওয়ার চেষ্টা করবে তারা৷
আরও পড়ুন- ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফ্রান্স প্রেসিডেন্টকে কুরুচিকর আক্রমণ, প্রতিবাদ ভারতের
এদেশে স্পুটনিক ভি-র ফেজ টু এবং ফেজ থ্রি ট্রায়াল ও টিকা উৎপাদনের জন্য ড. রেড্ডিজ ল্যাবরেটরিজকে অনুমতি দিয়েছে ডিসিজিআই৷ ফেজ টু’তে ১০০ জনের শরীরে পরীক্ষামূলক ভাবে স্পুটনিক ভি প্রয়োগ করা হবে৷ পরবর্তী পর্যায়ে ট্রায়াল চালিয়ে যাওয়ার অনুমতি পেলে ১,৪০০ জন স্বেচ্ছাসেবীর উপর এই টিকা প্রয়োগ করা হবে৷ ফেজ টু শেষ হওয়ার পরই শুরু হবে ফেজ থ্রি৷
ড. রেড্ডিজ ল্যাবরেটরিজের সিইও ইরেজ ইজরায়েলি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ফেজ টু ট্রায়াল শুরু করা হবে৷ তিনি বলেন, আশা করি ডিসেম্বরের মধ্যেই আমরা দ্বিতীয় ফেজের ট্রায়াল শেষ করতে পারব৷ শুধু স্বেচ্ছাসেবকদের নাম অন্তর্ভুক্ত করা এবং টিকা প্রয়োগই নয়, এর ফলাফলও এই সময়ের মধ্যে প্রকাশিত হবে৷ সবকিছু ঠিকঠাক চললে মার্চের শেষে ট্রায়াল শেষ করা সম্ভব হবে৷ তবে কোনও জটিলতার জেরে সমস্য দেখা দিলে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ট্রায়াল চলতে পারে৷
আরও পড়ুন- বিয়ের পর সরকারি পোর্টালে নাম লেখালেই মিলবে ২.৫ লক্ষ টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেপ্টেম্বর মাসে ড. রেড্ডিজ এবং রুশ সংস্থা রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) যৌথভাব ভারতে স্পুটনিক ভি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল এবং টিকা উৎপাদনের অনুমতি পায়৷ আরডিআইএফ-এর সিইও কে দিমিত্রিভ বলেন, ‘ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ক্লিনিক্যাল ট্রায়ালের সুযোগ পেয়ে আমরা খুশি। রাশিয়ান ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ের পরীক্ষার তথ্য আমরা ওদের হাতে তুলে দেব।’ রুশ সংস্থার সঙ্গে চুক্তি করে ৩০ কোটি ডোজ তৈরি করবে ড. রেড্ডিড ল্যাব। এর মধ্যে ১০ কোটি ভারতের জন্য থাকবে।