বিয়ের পর সরকারি পোর্টালে নাম লেখালেই মিলবে ২.৫ লক্ষ টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিবাহিত দম্পতিদের ইনটেন্সিভ ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

ভুবনেশ্বর: ভিন জাতে বিয়েকে আরও বেশি সমর্থন করতে এবার নতুন ওয়েব পোর্টাল চালু করল ওড়িশা সরকার। একইসঙ্গে বিবাহিত দম্পতিদের উৎসাহ দিতে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত ভাতা বাড়ানো হয়েছে। আবেদন জমা দেওয়ার ৬০ দিনের মধ্যে এই টাকা হাতে পেয়ে যাবে বিবাহিত দম্পতিরা৷ চালু হওয়া নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে৷

এই নতুন ওয়েব পোর্টালের নাম সুমঙ্গল পোর্টাল। এর আগে ভিন জাতে বিয়ের জন্য ১ লক্ষ টাকা উৎসাহ ভাতা দেওয়া হত, এখন তা বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়েছে৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মতে, এই ধরনের বিবাহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বড় ভূমিকা নেয়৷ সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছে সরকার৷

উৎসাহ ভাতা পাওয়ার জন্য উচ্চবর্ণ হিন্দু এবং তফসিলি জাতিভুক্ত হিন্দুর মধ্যে বিবাহ সম্পন্ন হতে হবে৷ হিন্দু ম্যারেজ অ্যাক্ট- ১৯৫৫ রীতি অনুযায়ী এই বিবাহ সম্পন্ন হওয়া আবশ্যক। তারপরই নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে ৬০ দিনের মধ্যে উৎসাহ ভাতার টাকা পেয়ে যাবে দম্পতি৷ যদিও, অনুদান কেবল প্রথমবারের মতো বিবাহিত লোকদের দেওয়া হবে৷ যাইহোক, কনে বিধবা বা বর বিপত্নীক হলে, তাঁরা উৎসাহ ভাতা পাওয়ার জন্য যোগ্য হবে। বাড়িঘর বা ব্যবসা শুরু করার জন্য জমি ও প্রয়োজনীয় নিবন্ধগুলি কেনার জন্যও উৎসাহ ভাতা দেওয়া হবে।

ভিন জাতে বিয়ের জন্য শেষবার ২০১৭ সালে উৎসাহ ভাতা বাড়িয়েছিল ওড়িশা সরকার। ৫০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা করা হয়েছিল৷ এখন সেই টাকায় বাড়িয়ে করা হয়েছে আড়াই লক্ষ৷ গ‌ত বছর, ওড়িশায় ৬৫৮টি ভিন জাতে বিয়ে হয়েছিল৷ উল্লেখ্য, এই রাজ্যের ১৭ শতাংশ মানুষ দলিত সম্প্রদায়ের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 5 =