ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফ্রান্স প্রেসিডেন্টকে কুরুচিকর আক্রমণ, প্রতিবাদ ভারতের

ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণের প্রতিবাদ করছে ভারত।

নয়াদিল্লি: হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র দেখানোর পরে ফ্রান্সের একজন স্কুল শিক্ষকের শিরচ্ছেদের ঘটনায় উত্তাল বিশ্ব। এই ঘটনার প্রেক্ষিতে ইসলাম ধর্ম নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার মন্তব্যের জেরে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে এবং ফরাসি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। যদিও ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণের প্রতিবাদ করছে ভারত। একদিকে যখন বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ফ্রান্স এবং প্রেসিডেন্ট ম্যাক্রোকে মৌখিকভাবে আক্রমণ করছে, ঠিক তখনই ভারত তাঁর পাশে দাঁড়িয়েছে। 

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ভারত। একই সঙ্গে, ফ্রান্সের এক স্কুল শিক্ষককে যেভাবে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে, তারও প্রতিবাদ করছে ভারত। এ তো গেল কেন্দ্রীয় সরকারের কথা। অন্যদিকে,  ক্ষমতাসীন দল বিজেপির একাধিক নেতা এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সোশ্যাল মিডিয়াতে ফ্রান্সের ভূমি কাকে সমর্থন করছেন এবং প্রেসিডেন্টের নেতৃত্বের প্রশংসা করছেন। 

ভারতের তরফে এমন বিবৃতির পরেই ফ্রেঞ্চ অ্যাম্বাস্যাডার ইমানুয়েল লেনাইন ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে দাবি করেছেন, ভারত এবং ফ্রান্স দুই দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়ছে এবং ভবিষ্যতেও লড়বে। এদিকে ভারতের সোশ্যাল মিডিয়া জুড়ে হ্যাশট্যাগ দিয়ে ‘আই স্ট্যান্ড উইথ ফ্রান্স’ ট্রেন্ড করা শুরু হয়েছে।

অন্যদিকে, ফের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে ফ্রান্সে। নিসের এক গির্জার কাছে ছুরি হাতে হামলা চালাল এক হামলাকারী। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ছুরির কোপ এক মহিলার মুণ্ডচ্ছেদ করেছে ওই হামলাকারী। ছুরির এলোপাথারি হামলায় বেশ কয়েকজন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে বলে খবর। এই ঘটনার পরই গোটা শহরে সন্ত্রাসবাদী হামলার সতর্কতা জারি করা হয়েছে। হামলাকারীকে আটক করেছে ফ্রান্সের পুলিশ।এই ভয়ংকর ঘটনার পরই এলাকায় জঙ্গি হামলার সতর্কতা জারি করা হয়েছে। গোটা এলকায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =