২৬/১১-র কায়দায় হামলার ছক, কবুল দিল্লি পুলিশের জালে পাক প্রশিক্ষিত ২ জঙ্গি সহ ৬ জনের

২৬/১১-র কায়দায় হামলার ছক, কবুল দিল্লি পুলিশের জালে পাক প্রশিক্ষিত ২ জঙ্গি সহ ৬ জনের

নয়াদিল্লি:  দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে গ্রেউফতার ৬ জঙ্গিকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ নবরাত্রি ও দশেরায়  নাশকতার ছক কষছিল এই সন্ত্রাসবাদীর দল৷ উৎসবের মরশুমে দিল্লি ও উত্তরপ্রদেশে হামলা চালানোর ছক ছিল তাদের৷ ২৬/১১-র মুম্বই হামলার ধাচে নাশকতার ছক কষা হয়েছিল৷ গোপন সূত্রে খবর পেয়ে এই ৬ জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ 

আরও পড়ুন- কমল অ্যাকটিভ কেস, বাড়ছে টিকাকরণ! সুস্থতা স্বস্তি দিচ্ছে দেশকে

জেরায় জানা গিয়েছে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই দানিশ ইব্রাহিমের সঙ্গে যোগ ছিল এই জঙ্গিদের৷ তাদের টাকায় নাশকতার ছক কষা হচ্ছিল৷ ধৃত জঙ্গিদের মধ্যে পাকিস্তানে নাশকতার প্রশিক্ষণ নিয়েছিল দুই জঙ্গি৷ প্রশিক্ষণ দিয়েছিল পাক লেফটেন্যান্ট৷ ১৪-১৫ জন বাংলাভাষী একইভাবে প্রশিক্ষণ নিয়েছে বলেও দাবি দিল্লি পুলিশের৷ যে কজন বাংলাভাষী এদের সঙ্গে ছিল তারা বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের বাঙালি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।  সীমান্তের ওপার থেকে ধৃত জঙ্গিদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল৷ ধৃত জঙ্গিদের মধ্যে একজন মুম্বই বাসী৷  

আজ দুপুরে মুম্বই পুলিশের এটিএস-এর তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়, এখনও পর্যন্ত এফআইআর-এর কপি তাঁদের হাতে আসেনি৷ এই কপি হাতে আসার পর দিল্লি পুলিশের সঙ্গে মিলিত ভাবে যাবতীয় পদক্ষেপ করা হবে৷ তবে এই মামলায় আর ভয়ের ব্যাপার নেই৷ সুরক্ষিত রয়েছে মহারাষ্ট্র৷ রাজ্যে কোনও অস্ত্র বা বিস্ফোরক আসেনি৷ জঙ্গিদের কোনও অপারেটিভও মহারাষ্ট্রে আসেনি৷ কেন্দ্রীয় সংস্থার তরফে সতর্কতা বার্তা আসার পরেই তৎপরতা নেয় দিল্লি পুলিশ৷ এই ছয় জঙ্গিকে আলাদা আলাদা জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে৷ কি ছক কষছিল জঙ্গিরা তা জানতে জেরা করা হচ্ছে৷ 

আরও পড়ুন- নারীঘটিত অপরাধে ‘নিরাপদতম’ কলকাতা, তথ্য দিল কেন্দ্র

দিল্লি পুলিশ জানিয়েছে, গোপনসূত্রে তারা জানতে পেরেছিল পাক মদতে একটি জঙ্গি গোষ্ঠী ভারতে হামলার ছক কষছে৷ উৎসবের মরশুমে জনবহুল স্থানগুলিই তাদের নিশানা৷ এর পরেই গতকাল দিল্লি থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়৷ উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে গ্রেফতার হয়েছে আরও চার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 8 =