বিয়েবাড়িতে হানা দিয়ে ভিন ধর্মের বিয়ে রুখল রাজ্যের পুলিশ

বিয়েবাড়িতে হানা দিয়ে ভিন ধর্মের বিয়ে রুখল রাজ্যের পুলিশ

লখনউ: বিয়ের জন্য ধর্মান্তরকরণে ‘না’ উত্তরপ্রদেশে৷ বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা যাবে না বলেই নয়া আইন জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার৷ এই আইনের বলেই বুধবার সন্ধ্যায় লখনউয়ে ভিন্ন ধর্মের বিয়ে আটকাল যোগী রাজ্যের পুলিশ৷ জানা গিয়েছে, মুসলিম পাত্রের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছিলেন এক হিন্দু তরুণী৷ উভয় ধর্মের রীতি মেনেই বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের৷ কিন্তু আচার অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বাসরে হানা দিয়ে বিয়ে আটকাল পুলিশ৷ 

আরও পড়ুন- কৃষক বিদ্রোহ: ৭ ঘণ্টার বৈঠকেও অধরা সমাধান, শনিবার ফের আলোচনা

রসায়নে পোস্ট গ্র্যাজুয়েট ২২ বছরের রাইনা গুপ্তার সঙ্গে বিয়ে হচ্ছিল বছর ২৪-এর ফার্মাসিস্ট মহম্মদ আসিফের৷ জেলা হিন্দুমহাসভা প্রধানের কাছ থেকে খবর পেয়েই বিয়ে বাড়িতে পৌঁছয় পুলিশ৷ তবে পাত্র-পাত্রী কোনও পক্ষের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়নি৷ আইন মোতাবেক জেলাশাসকের অনুমতি না পাওয়া পর্যন্ত বিয়ে স্থগিত রাখতে প্রস্তুত হয়েছে উভয় পক্ষই৷ নোটিশ দেওয়ার দু’মাস পর বিয়ে করতে পারবেন রাইনা এবং মহম্মদ আসিফ৷ লখনউয়ের পুলিশের ডিসিপি সুরেশ চন্দ্র রাওয়ার বলেন, ‘‘গত ২ তারিখ খবর পাই এক মুসমিল পাত্রের সঙ্গে হিন্দু পাত্রীর বিয়ের আয়োজন চলছে৷ খবর পেয়েই বিয়েবাড়িতে যাওয়া হয়৷ দু’পক্ষকেই থানায় নিয়ে এসে নয়া আইন সম্পর্কে জানানো হয়৷ সেই মতো জেলা শাসকের কাছে তাঁরা নোটিশ দেবেন বলেও লিখিত বিবৃতি দিয়েছেন৷ জেলা শাসক অনুমতি দিলেই বিয়ে হবে৷’’ 

আরও পড়ুন- উইকিপিডিয়ায় জম্মু-কাশ্মীরের ‘ভুল’ মানচিত্র, কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

ডিসিপি বলেন, ‘‘পুলিশ বিবাহ বাসরে পৌঁছে দেখে হিন্দু রীতি মেনে বিয়ের আয়োজন চলছে৷ হিন্দু মতে বিয়ের পর মুসলিম মতে বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের৷ দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হচ্ছিল৷ কিন্তু ধর্মান্তকরণ ছাড়া পরিকল্পিত ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করা যেত না৷’’ পারা থানার স্টেশন হাউস অফিসার ত্রিলোকি সিং জানান, বিপরীত ধর্মের এই বিয়ের কথা থানায় প্রথম জানান হিন্দু মহাসভার সভাপতি ব্রিজেশ শুক্লা৷ এই বিষয়ে পাত্র বা পাত্রীপক্ষ মুখ না খুললেও জানা গিয়েছে, ধর্মান্তরকরণের বিষয়টি এর সঙ্গে জড়িত ছিল না৷ তবে আইনি জটিলতায় আপাতত মিলছে না চার হাত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 4 =