কৃষক বিদ্রোহ: ৭ ঘণ্টার বৈঠকেও অধরা সমাধান, শনিবার ফের আলোচনা

কৃষক বিদ্রোহ: ৭ ঘণ্টার বৈঠকেও অধরা সমাধান, শনিবার ফের আলোচনা

 নয়াদিল্লি: কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সাত ঘণ্টার বৈঠকেও জট কাটল না। শনিবার ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসবে কৃষক সংঘটন। এদিনের বৈঠকেও পাস হওয়া কৃষি বিল বাতিল করে নয়া আইনের দাবি তোলা হয়েছে কৃষকদের প্রতিনিধিদের তরফে। এই বৈঠক কেন্দ্রের কাছে নিয়ে বিশেষ অধিবেশন ডেকে কৃষি বিল বাতিল করে নতুন আইন অনার শেষ সুযোগ ছিল বলে দাবি করেছেন কৃষক সংঘটনের নেতারা। সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষক নেতাদের বলেন নূন্যতম বিক্রয় মূল্যে ‘কোনও হস্তক্ষেপ করা হবে না।’

এই নিয়ে চতুর্থবার সরকারের সঙ্গে আলোচনায় বসল কৃষক সংঘটনগুলি। যদিও এদিনের সাত ঘণ্টার বৈঠকেও জট কাটেনি বলেই সূত্রের খবর৷ কেন্দ্রীয় সরকারের আনা নতুন বিলে যে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে, তার মধ্যে নূন্যতম বিক্রয় মূল্য নিয়ে উত্তেজনা চরমে উঠেছে কৃষকদের। চুক্তি চাষ বা সংস্থার কাছে ফসল বিক্রির বিষয়ে নূন্যতম বিক্রয় মূল্য থাকবে না বলে আশঙ্কা কৃষকদের৷ এদিনের বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ‘‘কৃষকদের আরও আইনি অধিকার দেওয়ার বিষয়টি ভাবনা চিন্তা করছে সরকার৷ আমরা কৃষকদের আশ্বাস দিয়েছি, নূন্যতম বিক্রয় মূল্য থাকবে৷’’

সূত্রের খবর, এদিন বৈঠকে কৃষি বিল নিয়ে প্রথমে নিজেদের অবস্থান সরকারকে জানায় কৃষক সংঘটনগুলি৷ তারপর সে বিষয়ে বক্তব্য রাখে সরকার পক্ষ৷ বৈঠকে কেন্দ্রের তরফে মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকলেও, তা গ্রহণ না করে নিজেদের আনা খবর খান কৃষক নেতারা৷ বাদল অধিবেশনে আনা কৃষি বিল নিয়ে কঠোর অবস্থানে থাকতে চায় কেন্দ্রীয় সরকার৷ তবে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে কৃষকদের সঙ্গে একমত হওয়ার চেষ্টায় রয়েছে কেন্দ্র৷ যেমন, কৃষকদের সব চেয়ে উদ্বেগের নূন্যতম বিক্রয় মূল্য নিয়ে লিখিত আশ্বাস দেওয়ার ব্যাপারটিও রয়েছে৷ অন্যদিকে কৃষি আইনে বলা হয়েছে, চুক্তি চাষ নিয়ে কোনও সমস্যা হলে, তা মেটাতে জেলা শাসকের কাছে যেতে হবে। সে ক্ষেত্রে বিষয়টিকে আদালত পর্যন্ত যাওয়ার অধিকার দেওয়া হতে পারে। যদিও সেসবে যে ভবি ভোলার নয়, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন কৃষক সংঘটনের নেতারা। তাঁরা স্পষ্ট জানিয়েছে, শুধু নূন্যতম বিক্রয় মূল্য নিয়ে লিখিত আশ্বাস দিলেই হবে না, কৃষি বিল প্রত্যাহার করে নতুন আইন আনতে হবে।

দেশজুড়ে কৃষক বিক্ষোভের ঢেউ আছরে পড়েছে। এদিন কৃষকদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা করার’ অভিযোগ তুলে পদ্ম বিভুষণ সম্মান ফিরিয়ে দিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমৃন্দার সিং জানান, তিনি দু’পক্ষ কেই বিষয়টি মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন৷ এদিকে কৃষক বিদ্রোহের জেরে বন্ধ দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে৷ পঞ্জাব থেকে লাগাতার ট্রাক এবং ট্রাক্টরে কৃষকরা দিল্লি রওনা দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়ডা- দিল্লি সীমানার চিলা সীমানা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও ৯ নম্বর জাতীয় সড়ক ও বন্ধ করে রাখা হয়েছে। দিল্লির চারটি গুরুত্ত পূর্ণ প্রবেশ পথে তাঁবু খাটিয়ে বসে রয়েছেন কৃষকরা। সিংহু, টিক্রী, গাজীপুর, নয়ডা তে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ধর্নায় বসে কৃষকরা। আর তার মোকাবিলায় সতর্ক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =