অ্যাম্বুলেন্সের পথ খালি করতে ২ কিমি ছুটলেন ট্রাফিক পুলিশ, ভাইরাল ভিডিয়ো

অ্যাম্বুলেন্সের পথ খালি করতে ২ কিমি ছুটলেন ট্রাফিক পুলিশ, ভাইরাল ভিডিয়ো

নয়াদিল্লি:  তাঁকে অনুসরণ করে এগিয়ে চলেছে অ্যাম্বুলেন্স৷ আর সামনে যানজট সরিয়ে রাস্তা ফাঁকা করতে করতে ছুটে চলছেন তিনি৷ এক সঙ্কটাপন্ন রোগীকে পৌঁছে দিতে হবে হাসপাতালে৷ তাই নিজের দৈনন্দিন দায়িত্বের উর্ধ্বে উঠে ২ কিলোমিটার রাস্তা ছুটে চললেন হায়দরাবাদের এই ট্রাফিক পুলিশ৷ এই ভিডিয়োটি পোস্ট করেন খোদ অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) অনিল কুমার৷ পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়৷ নেট পাড়ায় হিরো হয়ে যান জি বাবজি৷ তাঁর এই কাজকে কুর্নিশ জানান নেটিজেনরা৷ 

আরও পড়ুন- এই কাজটি এখনও করেননি? বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশন

এই ভিডিয়োটি সম্ভবত অ্যাম্বুলেন্সের ভিতর থেকে করা হয়েছে৷ এই ভিডিয়োটি শেয়ার করার সময় কুমার বলেন, ‘‘অ্যাবিডস পুলিশ স্টেশনের এইচটিপি অফিসার বাবজি অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা খালি করছেন৷ দারুণ কাজ৷ মানুষের সেবায় রয়েছে এইচটিপি৷’’ ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে রাস্তায় ব্যাপক ট্রাফিক জ্যাম রয়েছে৷ তার মধ্যে দিয়েই ছুটছেন বাবজি৷ আর তার পিছন পিছন এগিয়ে চলেছে অ্যাম্বুলেন্স৷ কখনও গাড়ি তো কখনও বাইক, সকলকে সরে গিয়ে রাস্তা খালি করে দিতে বলছেন বাবজি৷ সোমবার হায়দারাবাদের অ্যাবিডস থেকে কোটি মোড়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। কিন্তু অসম্ভব যানজটের জেরে তা ভিড়ের মধ্যে আটকে পড়ে৷ ট্রাফিকের দায়িত্বে থাকা বাবজি বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসেন৷ কর্তব্যের উর্ধ্বে উঠে মানবিকতার পরিচয় দেন তিনি৷ সোমবার ঘটনাটি ঘটলেও বুধবার ভিডিয়োটি প্রকাশ্যে আসে৷  এর পরই তা নিমেষে ভাইরাল হয়ে যায়৷ ৮ হাজারেরও বেশি ভিউ হয় ভিডিয়োটি৷ তাঁর কাজের প্রশংসায় পঞ্চমুখ পুলিশ কর্তারা৷ তাঁকে হাততালি দিয়ে সাধুবাদ জানান রাস্তার মানুষও৷ তাঁকে অভিনন্দন জানান অনিল কুমার নিজে৷ বাবজির হাতে তুলে দেন মেমেন্টো৷ 

 

আরও পড়ুন- তদন্তের করতে গেলে সিবিআইকে নিতে হবে রাজ্যে অনুমতি, মহারাষ্ট্রের পথে ঝাড়খণ্ড

জি বাবজি জানান, এই ভিডিয়োটি শেয়ার হওয়ার পর বহু মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছে৷ মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি ভীষণ খুশি৷ টুইটারও তাঁর প্রশংসায় ভরে গিয়েছে৷ তাঁর এই কাজ থেকে সকলকে অনুপ্রাণিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন বহু ইউজার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 1 =