নয়াদিল্লি: পেনশনভোগী কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এই নভেম্বরের মধ্যে যদি পেনশনভোগী রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা একটি জরুরি কাজ সেরে না রাখেন, তাহলে বন্ধ হয়ে যেতে পারে পেনশন। টুইট করে এই ব্যাপারে EPFO-র তরফে জানানো হয়েছে। কী এই কাজ?
বুধবার EPFO-র টুইটার হ্যান্ডেলে একটি টুইট করা হয়। সেখানে জানানো হয়েছে যে অবসরপ্রাপ্ত যে সব সরকারি কর্মচারী পেনশন পান তাঁরা যেন নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিয়ে দেন। যাঁরা ইতিমধ্যেই সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছেন, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। কিন্তু যাঁরা এখনও লাইফ সার্টিফিকেট জমা দেননি তাঁদের দ্রুত তা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ঘরে বসে অনলাইনের মাধ্যমেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন প্রবীণ নাগরিকরা। উমঙ্গ অ্যাপ বা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে। এছাড়া ব্যাংকের মাধ্যমেও তা জমা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ব্যংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
অনলাইনে কীভাবে লাইফ সার্টিফিকেট জমা দেবেন?
১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে উমঙ্গ অ্যাপ ডাউনলোড করুন।
২. এরপর উমঙ্গ অ্যাপে Jeevan Pramaan service-এ যানষ
৩. এবার পেনশন অথেন্টিকেশন ট্যাবে সঠিক আধার নম্বর এবং তার সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর নথিভুক্ত করুন।
৪. আপনার মোবাইলে একটি OTP নম্বর আসবে। সেটি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
৫. এই ভেরিফিকেশনের পর ফোনে বায়োমেট্রিক সুরক্ষার সাহায্যে তৈরি হয়ে যাবে ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট।
৬. https://jeevanpramaan.gov.in ওয়েবসাইটে গিয়ে এই ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন।
Attention Pensioners!
Is your life certificate due in November 2020?#EPFO #SocialSecurity #HumHainNa #Pension pic.twitter.com/FCS9r7x3U4
— EPFO (@socialepfo) November 4, 2020
Attention Pensioners!
Is your life certificate due in November 2020?#EPFO #SocialSecurity #HumHainNa #Pension pic.twitter.com/FCS9r7x3U4
— EPFO (@socialepfo) November 4, 2020