বাল্যবিবাহকে আইনি বৈধতা দিতে চলেছে রাজস্থান? ‘কালো দিন’ বলছে বিজেপি

বাল্যবিবাহকে আইনি বৈধতা দিতে চলেছে রাজস্থান? ‘কালো দিন’ বলছে বিজেপি

নয়াদিল্লি: এমন একটি বিল পাশ করেছে রাজস্থান কংগ্রেস সরকার যেটা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। বিজেপি ইতিমধ্যেই ব্যাপকভাবে সরব হতে শুরু করেছে এই সিদ্ধান্তের বিরোধিতা করে। যদিও রাজস্থান সরকার বলছে, সুপ্রিম কোর্টের একটি রায়ের এই আইন সংশোধন করতে হয়েছে। তবে কি এমন বিল পাশ হল রাজস্থানে বিধানসভায় যার জন্য এত তোলপাড়? 

আরও পড়ুন-  স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্ক দিচ্ছে না? বেসরকারি ব্যাঙ্কের বিরুদ্ধে খড়্গহস্ত রাজ্য

আসলে রাজস্থানে বিধানসভায় পাশ হয়েছে শিশু বিবাহ নথিভুক্তকরণ বিল! অর্থাৎ বাল্যবিবাহ নথিভূক্ত করতেই হবে। ধ্বনি ভোটে রাজস্থান বিধানসভায় পাশ হয়েছে এই বাধ্যতামূলক বিবাহ নথিভুক্তকরণ সংশোধনী বিল ২০২১। অর্থাৎ এখন থেকে নাবালিকার বিয়ের ৩০ দিনের মধ্যে বিবাহ সংক্রান্ত যাবতীয় তথ্য বাধ্যতামূলকভাবে সরকারের কাছে জমা করতে হবে। এই সিদ্ধান্ত গ্রহণ করার পর এই বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ অনেকেই মনে করছে যে পরোক্ষভাবে বাল্যবিবাহকে মান্যতা দিচ্ছে রাজস্থান কংগ্রেস সরকার। ইতিমধ্যেই এই দিনকে ‘কালো দিন’ বলতে শুরু করেছে বিজেপি। এই বিল পাশ হওয়ার সময় বিধানসভা ওয়াকআউট করে তারা। বিজেপির তরফে প্রশ্ন করা হয়, রাজস্থান সরকার কি তাহলে বাল্যবিবাহ কে মান্যতা দেওয়ার পক্ষে? যদিও তার প্রেক্ষিতে কংগ্রেস সরকার জানিয়েছে, সুপ্রিম কোর্টের একটি রায়ের জেরেই এই আইন সংশোধন করতে হয়েছে।

আরও পড়ুন- ভবানীপুরে মমতার সমর্থনে প্রচারে নেমে চায়ের আসরে সুব্রত মুখোপাধ্যায়

রাজস্থানের পরিষদীয় এক মন্ত্রী স্পষ্ট বলছেন যে বাল্যবিবাহকে নৈতিক সম্মতি দেওয়ার প্রশ্নই ওঠে না। বিজেপি যা বলছে সেই রকম কোনও কথা সংশোধনী বিলে লেখা নেই। এই বিল এই জন্য পাশ করানো হয়েছে যাতে বিধবাদের জন্য সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে তার সুবিধা তারা পান। আর তার থেকেও বড় কথা বিয়ের শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ নথি। সেটি না থাকার কারণে অনেকেই সমস্যায় পড়েন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =