ভবানীপুরে মমতার সমর্থনে প্রচারে নেমে চায়ের আসরে সুব্রত মুখোপাধ্যায়

ভবানীপুরে মমতার সমর্থনে প্রচারে নেমে চায়ের আসরে সুব্রত মুখোপাধ্যায়

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভবানীপুরে প্রচারে নামলেন সুব্রত মুখোপাধ্যায়৷ থিয়েটার রোড ও রাসেল স্ট্রিট এলাকায় সাত সকাল থেকে পায়ে হেঁটে প্রচার করলেন তিনি৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে চেতলায় প্রচার চালাচ্ছেন ফিরহাদ হাকিম৷ 

আরও পড়ুন- সাত সকালে ঝাটা হাতে পানা পুকুরে কেন্দ্রীয় মন্ত্রী! কিন্তু কেন?

আজ সকাল থেকেই জোড় প্রচার শুরু করেন সুব্রত মুখোপাধ্যায়৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি৷ প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে রাস্তার ধারে বসে চাও খান সুব্রতবাবু৷ একইসঙ্গে জনসংযোগ ও প্রচার চালান তিনি৷ এদিকে, গত কয়েকদিন ধরেই চেতলার অলিতে গলিতে প্রচার চালাচ্ছেন ফিরহাদ হাকিম৷ অন্যান্য দিনের মতো আজও তিনি প্রচার সারছেন৷ রিফলেট বিলি করছেন৷  

উপনির্বাচনের আর বেশি দেরি নেই৷ আর মাত্র দুই সপ্তাহ বাকি৷ ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন৷ সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই পারদ চড়ছে৷ জোড় কদমে চলছে প্রচার৷ পাশাপাশি প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও৷  চলছে যুযুধান দুই শিবিরের বাগযুদ্ধ৷ গতকাল প্রিয়াঙ্কা অভিযোগ করেছিলেন, তাঁর সঙ্গে প্রচারে ঘুরেছে সাদা পোশাকের পুলিশ৷ কেন সাদা পোশাকের পুলিশ ঘুরবে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা৷ 
 

এদিকে পাল্টা কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, প্রচারের আসার জন্যই উনি এসব করছেন৷ আমার সঙ্গেও পুলিশ রয়েছে৷ পুলিশ তো থাকবেই৷ তাতে ভিড় দেখানোর কী আছে৷ সাদা পোশাকে ওঁর ভিড় বাড়াতে যাবে কেন? যাঁর বাজারে একা ভ্যালু নেই, সে ভিড় করাতে চায়৷ যার বাজারে একার ভ্যালু আছে, সে একাই ঘোরে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =