কলকাতা: স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ আরও কয়েকটি সরকারি প্রকল্পে বিভিন্ন বেসরকারি ব্যাংক সহযোগিতা করছে না বলে রাজ্য সরকার অসন্তোষ প্রকাশ করেছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ মূলত এই ধরনের কয়েকটি প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠক করেন। সেখানে জেলাশাসকরা এই ধরনের অভিযোগ জানান বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
এরপরেই মুখ্যসচিব এই ধরনের ব্যাঙ্কগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ধীরে ধীরে সেখানে থাকা রাজ্য সরকারের ব্যাংক একাউন্টগুলি সরিয়ে যেসব ব্যাংক সরকারি প্রকল্পে সহায়তা করবে সেখানে স্থানান্তরিত করার কথা বলেছেন বলে সূত্রের খবর। এমনকি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহায়তা, কিষান ক্রেডিট কার্ডের মত প্রকল্পগুলিতেও বেসরকারি ব্যাংকের কাছে প্রত্যাশিত সাহায্য পাওয়া যাচ্ছে না বলে মুখ্যসচিব বৈঠকে জানান। এইরকম চলতে থাকলে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জেলাশাসকদের জানিয়েছেন।