করোনায় মৃতদের পরিবারকে দিতেই হবে ক্ষতিপূরণ, নির্দেশ সুপ্রিম কোর্টের

করোনায় মৃতদের পরিবারকে দিতেই হবে ক্ষতিপূরণ, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি:  করোনায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতেই হবে৷ কত টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব তা ঠিক করবে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ৷ কত চাকা সাহায্য দেওয়া হবে তা ৬ সপ্তাহের মধ্যে জানাতে হবে৷ এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের পাশাপাশি এই বিষয়ে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত৷  

আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে চারধাম যাত্রা স্থগিত রাখল সরকার

করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল৷ এই মামলার শুনানি চলার সময় কেন্দ্রের তরফে বলা হয়েছিল, কোরনায় মৃতদের কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তা আগে থেকে ঠিক হয়নি৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সাধারণত প্রাকৃত বিপর্যয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে থাকে৷ করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অনেক টাকা খরচ হচ্ছে৷ বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷ চিকিৎসা ক্ষেত্রে খরচ বাড়ছে৷ তাই ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়৷ 

এর প্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্ট জানায়, কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তা শীর্ষ আদালত ধার্য করবে না৷ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ৷ কত টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব আগামী ৬ সপ্তাহের মধ্যে তা ঠিক করতে হবে৷ এবং কী ভাবে এই টাকা দেওয়া হবে, সেই বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে তাদেরই৷ এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ৷ এর পর তা রাজ্যগুলিকেও জানিয়ে দেওয়া হবে৷ 

আরও পড়ুন- দেশীয় বাজারে মর্ডানার টিকাকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

পাশাপাশি করোনায় মৃত বহু ব্যক্তির পরিবারই ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না বলে অভিযোগ৷ এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, যাঁরা করোনা আক্রান্ত হয় মারা গিয়েছেন তাঁদের পরিবার যেন দ্রুত ডেথ সার্টিফিকেট পায়, তার ব্যবস্থা করতে হবে৷ মৃতদের পরিবারের যেন হয়রানি না হয়৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *