দেশীয় বাজারে মর্ডানার টিকাকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

দেশীয় বাজারে মর্ডানার টিকাকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

নয়াদিল্লি: ভারতের বাজারে মিলতে চলেছে কোভিড ১৯-এর আরও এক টিকা৷ মঙ্গলবার দুপুরে মর্ডানার ভ্যাকসিন আমদানি ও সরবরাহের ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া৷ এর আগে ওষুধ প্রস্ততকারী সংস্থা সিপলা এর জন্য অনুমোদন চেয়ে আবেদন করেছিল৷ সংবাদ সংস্থা এএনআই সূত্র জানা গিয়েছে এই খবর৷ মর্ডানার তরফে ভারতের বাজারে টিকার ছাড়পত্র চেয়ে আবেদন করা হয়েছে৷ তারাও খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে৷ 

সম্প্রতি দেশি বিদেশি টিকাকে ভারতের বাজারে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া কেন্দ্রের তরফে সহজ করা হয়েছে৷ কোনও বিদেশি টিকা আমেরিকার মতো দেশে জরুরি অবস্থার জন্য ছাড়পত্র পেলে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ছাড়পত্র পেলে, তারা ভারতে ট্রায়াল ছাড়াই ছাড়পত্র পেতে পারবে বলে জানানো হয়েছে৷ তবে সেক্ষেত্রে প্রথম যে ১০০ জন ওই টিকা গ্রহণ করবেন, তাংদের তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিতে হবে৷ কেন্দ্রের এই শর্তের ভিত্তিতেই মর্ডানার টিকা আমদানি ও সরবরাহের ছাড়পত্র চেয়ে আর্জি জানিয়েছিল সিপলা৷ সেই আবেদনে সাড়া দিয়ে ডিসিজিআই মর্ডানার টিকা আমদানি ও সরবরাহের জন্য তাদের ছাড়পত্র দিয়েছে বলেই খবর৷  

মর্ডানার তরফে ইতিমধ্যেই বলা হয়েছে, করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর এই টিকা৷ কোভ্যাক্স প্রকল্পে মর্ডানার বেশ কিছু টিকা ভারত পেতে পারে বলে আগেই জানিয়েছিল মার্কিন প্রশাসন৷ তবে এখন দেখার বিষয় হল, কেন্দ্রীয় সরকার কবে এই টিকাকে ছাড়পত্র দেয়৷ জানা গিয়েছে জাইডাস–ক্যাডিলার টিকা জুলাইয়ের শেষের দিকে ছাড়পত্র পেয়ে যেতে পারে।
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =