হাইকোর্টের নির্দেশে চারধাম যাত্রা স্থগিত রাখল সরকার

হাইকোর্টের নির্দেশে চারধাম যাত্রা স্থগিত রাখল সরকার

দেরাদুন: হাইকোর্টের নির্দেশে এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চারধাম যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড সরকার৷ ১ জুলাই থেকে প্রথম দফায় চারধাম যাত্রা শুরু করার কথা ঘোষণা করা হয়েছিল উত্তরাখণ্ড সরকারের তরফে৷ মঙ্গলবার তাতে স্থগিতাদেশ দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট৷ হাইকোর্ট নির্দেশ দিতেই বুধবার জরুরি ভিত্তিতে চারধাম যাত্রা স্থগিত রাখার কথা জানিয়ে দিল উত্তরাখণ্ড সরকার৷ হাইকোর্টের নির্দেশ পেয়েই মধ্যরাতেই জরুরি ভিত্তিতে চারধাম যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, উত্তরাখণ্ড সরকার করোনা সংক্রমণ রোধে নয়া বিধিনিষেধ জারি করে সবরকম স্বাস্থ্যবিধি মেনে সামান্য পুণ্যার্থী নিয়ে ১ জুলাই থেকে চারধাম যাত্রা শুরু করার কথা জানিয়েছিল৷ পাশাপাশি ১১ জুলাই থেকে দ্বিতীয় দফায় চারধাম যাত্রা শুরু হবে বলেও সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল৷ গত ২৫ জুন উত্তরাখণ্ড মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ বৈঠকে ঠিক হয়, চামোলি, উত্তর কাশি এবং রুদ্রপ্রয়াগে বসবাসকারীদের ১ জুলাই থেকে চারধাম যাত্রার অনুমতি দেওয়া হবে৷ এজন্য পুণ্যার্থীদের কোভিড ১৯ টিকার শংসাপত্র সঙ্গে রাখার কথাও বলা হয়েছিল প্রশাসনের তরফে৷ নির্দিষ্ট সংখ্যক পুণ্যার্থী প্রতিদিন মন্দিরে দর্শন করতে পারবেন বলে জানিয়েছিল উত্তরাখণ্ড প্রশাসন৷

কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ দি কতক হল আয়ত্তের মধ্যে এসেছে৷৷ এই পরিস্থিতিতে আগামী অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ এর মধ্যে চারধাম যাত্রা কতটা নিরাপদ হবে, এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ এই পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার চারধাম যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট ৷ সেই সঙ্গে বদ্রীনাথ, কেদারনাথ, যমুনেত্রী এবং গঙ্গোত্রী থেকে সরাসরি সম্প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে৷ এরপরই সরকারের তরফেও তা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 6 =