নয়াদিল্লি: খুব শীঘ্রই ভারতে নাসাল করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক৷ রবিবার কেন্দ্রের তরফে এ কথা জানানো হয়েছে৷ বলা হয়েছে, সংশ্লিষ্ট অনুমোদন পেলেই শুরু করা হবে ট্রায়াল৷
আরও পড়ুন- বিকাশে ব্যর্থ কেন্দ্র! শিক্ষা, স্বাস্থ্য, শ্রমের অধিকার পূরণ ভারতের স্থান তলানিতে: সমীক্ষা
এখনও পর্যন্ত ভারতের কোথাও নাসাল করোনা টিকার ট্রায়াল শুরু হয়নি৷ নাসাল করোনাভাইরাস টিকার ট্রায়ালের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সঙ্গে যৌথভাবে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে ভারত বায়োটেক৷ রবিবার ‘সানডে সম্ভব’-এ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘‘ভারত বায়োটেক ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে৷ যার অধীনে এই সংস্থা সার্স কোভিড-২ এর ইন্ট্রানাসাল ভ্যাকসিন ট্রায়াল, এই টিকার উৎপাদন ও বিপণন শুরু করবে৷ তিনি আরও জানান, সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক খুব শীঘ্রই লেট স্টেজ ট্রায়াল শুরু করবে৷ এই ট্রায়ালে সাধারণত কয়েক হাজার মানুষ অংশ নেয়৷ ৩০ থেকে ৪০ হাজার মানুষ এই ট্রায়ালে অংশ নেবে বলেও জানান তিনি৷ বর্তমানে যে কটি করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে সেগুলি সব কটিই ইনজেকশন৷ শনিবার ড.রেড্ডি’স ল্যাবরেটরি লিমিটিড এবং রাশিয়ার ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড জানিয়েছিল, ভারতে রাশিয়ার তৈরি করোনাভাইরাস টিকা স্পুটনিক ভি’র তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে৷
আরও পড়ুন- ভারতীয় সেনাও তৈরি, জিনপিং-এর চিনা ফৌজকে যুদ্ধ প্রস্তুতির পাল্টা জবাব অমিত শাহের
প্রয়োজনীয় সম্মতি পেলেই আমেরিকা, জাপান এবং ইউরোপ ছাড়া ভারত বায়োটেক নাসাল করোনা টিকা গোটা বিশ্বে সরবরাহ করবে৷ ভারত বায়োটেকের তরফে বলা হয়েছে, নাকে স্প্রে করা হবে বলে এই টিকা দেওয়া অনেক সহজ হবে৷ দামও হবে অনেক কম৷ লাইসেন্স সংক্রান্ত চুক্তি হয়ে গেলেই শুরু হবে এই টিকার ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট। ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা বলেন, এই টিকা তৈরিতে যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত৷ তাঁদের আশা, এই টিকার ১০০ কোটি ডোজ তৈরি করা হবে৷ যাতে ১০০ কোটি মানুষকে ১টি করে ডোজ দেওয়া যায়।