দুর্দশার কথা তুলে ধরা ইউটিউবারের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ ‘বাবা কা ধাবা’র মালিকের

দুর্দশার কথা তুলে ধরা ইউটিউবারের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ ‘বাবা কা ধাবা’র মালিকের

 

নয়াদিল্লি: নেটপাড়ায় ‘বাবা কা ধাবা’ এখন এক অতিপরিচিত নাম৷ ইনস্টাগ্রামার এবং ইউটিউব ফুড ব্লগার গৌরব ওয়াসনের একটা ভিডিয়ো ক্লিপে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন বাবা কা ধাবার বৃদ্ধ দম্পতি৷ তাঁদের চোখের জলে আবেগে ভাসে নেটিজেনরা৷ কিন্তু যাঁর হাতে ধরে এই লাইমলাইট, সেই গৌরব ওয়াসনের বিরুদ্ধেই এবার প্রতারণার অভিযোগ আনলেন কান্তা প্রসাদ৷ তাঁকে সাহায্যের নাম করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগ তুললেন এই ইউটিউ ব্লগারের বিরুদ্ধে৷     

আরও পড়ুন- নীতীশ না তেজস্বী? দ্বিতীয় দফার ইভিএম-এই কি লেখা হবে বিহারের ভাগ্য

কান্তা প্রসাদের অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে তার অপব্যবহার করছেন ওয়াসন৷ কান্তা প্রসাদ ও তাঁর স্ত্রী বাদামী দেবীর অজান্তেই ওয়াসন তাঁর এবং পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সংগ্রহ করছেন৷ ওই বৃদ্ধের অভিযোগ, নিজের এবং নিজের বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্ট ও ই-ওয়ালেটের মাধ্যমে তাঁর নাম করে অর্থ সংগ্রহ করছেন ওয়াসন৷ কত টাকা সংগ্রহ করা হয়েছে, সে সম্পর্কেও কোনও তথ্য তাঁকে জানানো হয়নি৷ তাঁকে সাহায্যের জন্য অর্থ সংগ্রহের কাজ চালানো হচ্ছে৷ অথচ তাঁকেই কিছু জানাচ্ছেন না গৌরব৷ তাই পুলিশের কাছে গৌরব ওয়াসনের বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন কান্তা প্রসাদ৷  

দিল্লির মালব্য নগরে হনুমান মন্দিরের সামনে দু’জনে মিলেই দোকান চালাতেন ওই দম্পতি৷ এক সময় বেশ ভালোই চলত তাঁদের এই খাবার দোকান৷ কিন্তু করোনা পরিস্থিতি বদলে দিয়েছে সবকিছু৷ আগের মতো আর খাবার বিক্রি হচ্ছিল না বাবা কা ধাবায়৷ উপার্জন বলতে গেলে কিছুই ছিল না৷ এই অসহায় অবস্থার কথা বলতে গিয়ে ওয়াসনের সামনে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন কান্তা প্রসাদ৷ এর পরই ওই বৃদ্ধ দম্পতির ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন গৌরব৷ ওই ভিডিয়োর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘‘৮০ বছরের এই বৃদ্ধ দম্পতি সেরা মটর পনির বিক্রি করে৷ ওনার আমাদের সাহায্যের প্রয়োজন আছে৷’’ এই পোস্টটি রাতারাতি ভাইরাল হয়ে যায়৷ পর দিন থেকেই লম্বা লাইন পড়তে থাকে বাবা কা ধাবায়৷ নিমেষে খতম হয় সুস্বাদু মটর পনির, গরম পরোটা আর সবজি৷ 

আরও পড়ুন- আপত্তি উড়িয়ে গিলগিট-বালটিস্তানকে ‘প্রদেশে’র স্বীকৃতি পাকিস্তানের, তীব্র প্রতিবাদ নয়াদিল্লির

কিন্তু কান্তা প্রসাদের অভিযোগ, তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন গৌরব৷ কিন্তু গৌরব তাঁর নিজের এবং নিজের বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে তাঁর নাম করে যে অর্থ গৌরব ওয়াসন সংগ্রহ করছেন, তা নিজের কাছেই রেখে দিয়েছেন৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ অতুল কুমার বলেন, ‘‘আমরা গতকাল মালব্য পুলিশ স্টেশনে এই বিষয়ে অভিযোগ পেয়েছি৷ তবে কোনও এফআইআর দায়ের করা হয়নি৷ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *