Aajbikel

সাইকেলে চেপে সংসদে তৃণমূল, চোখা প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দিন, বললেন মোদী

 | 
মোদী

নয়াদিল্লি: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ তাঁর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিরোধীরা নিশ্চিত ভাবেই কঠিন প্রশ্ন করতে পারে৷ তবে সরকারকেও সংসদে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে৷ সংসদ চত্বরে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘সকল সাংসদ এবং প্রতিটি রাজনৈতিক দলের কাছে আমার আর্জি, আপনারা নিশ্চয় হাউজে কঠিন ও চোখা প্রশ্ন করুন৷ কিন্তু সুষ্ঠ পরিবেশে সরকারকেও তাঁর জবাব দেওয়ার সুযোগ দিন৷’’

আরও পড়ুন- ‘পেগাসাস’-এ ‘হ্যাক’ একাধিক নেতা, সাংবাদিকদের ফোন, প্রশ্নের মুখে কেন্দ্র


প্রধানমন্ত্রীর কথায়, ‘‘এটা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে৷ মানুষের বিশ্বাসকে দৃঢ় করবে৷’’ গতকাল বাদল অধিবেশন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছিলেন, আশা করব এই অধিবেশন ফলপ্রসূ হবে৷ প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হবে৷ আলোচনা হবে গঠনমূলক৷ সর্বদল বৈঠকে এসে তাঁর বক্তব্য ছিল, ‘‘যে কোনও বিষয় উত্থাপনের আগে অনুকূল পরিবেশ দরকার৷’’ প্রসঙ্গত, একাধিক ইস্যুতে বাদল অধিবেশনে ঝড় তুলতে চলেছেন বিরোধীরা৷ সেই ইঙ্গিত সরকার আগেই পেয়েছে৷ সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চেপে সংসদে যান তৃণমূল সাংসদরা৷ সংসদে পৌঁছে তাঁদের স্লোগান, ‘পেট্রোল ডিজেলের দাম বাড়ল কেন নরেন্দ্র মোদী জবাব দাও৷ জবাব তোমাকে দিতে হবে৷ নাহলে গদি ছাড়তে হবে৷’’


 

আরও পড়ুন- ‘রাজভবন যেন পার্টি অফিস’, ইউপি-র সাংসদের অভিযোগে পাল্লা ভারী তৃণমূলের


প্রসঙ্গত, রাজ্যে পেট্রোলের দাম ১০০ পেড়িয়ে গিয়েছে৷ বাড়ছে রান্নার গ্যাসের দাম৷ এ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ দেখিয়েছি তৃণমূল বিধায়করা৷ এবার উত্তাল হতে চলেছে সংসদ ভবন৷ 
 

Around The Web

Trending News

You May like