পোর্ট ব্লেয়ার: করোনা ভাইরাসের যে অতিমারী বছর খানেকেরও বেশি সময় ধরে ধ্বংসলীলা চালিয়েছে গোটা বিশ্ব জুড়ে, ধীরে ধীরে কেটে যাচ্ছে তার মেঘ। ভ্যাকসিন আবিষ্কারের পর এখন অতিমারী পরবর্তী সময়ের জনজীবন ক্রমশ স্বাভাবিকের পথে। ভারতেও গত কয়েক মাস ধরে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসছিল। সেই ধারাতেই ফের এল সুখবর।
আরও পড়ুন- এবার কেরোসিন থেকেও উঠল ভর্তুকি! চিন্তার ভাঁজ আম জনতার কপালে
ভারতের প্রথম করোনা মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। বর্তমানে এটিই ভারতের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে প্রথম যেখানে করোনা ভাইরাসের সক্রিয় রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে শূন্যতে। অবশ্য এই তথ্য সাময়িক ভিত্তিতেই, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
এদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের করোনা পরিস্থিতির খতিয়ান পেশ করা হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে। বলা হয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শেষ যে ৪ জন করোনা রোগী ছিলেন, অবশেষে তাঁদের সুস্থ ঘোষণা করা হয়েছে। ফলে ওই দ্বীপাঞ্চলে বর্তমানে আর কোনো সক্রিয় করোনা সংক্রমণের ঘটনা নেই। জানা গেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এযাবৎ মোট করোনা সংক্রমণের সংখ্যা প্রায় হাজার পাঁচেকের কাছাকাছি। মোট ৪৯৩২টি সংক্রমণের মধ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে এই দ্বীপাঞ্চলে।
আরও পড়ুন- দীপ সাধুর সন্ধান দিলেই ১ লক্ষ টাকা নগদ পুরস্কার, ঘোষণা দিল্লি পুলিশের
তবে বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ আশার আলো দেখালেও চিন্তা বাড়িয়েছে কেরালা। এদিন ভারতের মোট করোনা সংক্রমণের ঘটনার প্রায় অর্ধেকই ঘটেছে কেরালায়। মঙ্গলবার দেশে নতুন করে ১১০২৪ জনের শরীরে মারণ ভাইরাসের খোঁজ মিলেছে, আর তার মধ্যে ৫৭১৬ জনই রয়েছেন কেরালায়। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যাটাও এই রাজ্যেই সবচেয়ে বেশি।
গত কয়েক মাস ধরে ভারতে যেভাবে করোনা সংক্রমণের হার ক্রমশ কমে আসছে এদিনের পরিসংখ্যানও তার ব্যতিক্রম হয় নি। তবে ভাইরাসে মৃত্যুর সংখ্যায় এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের নাম। এই রাজ্যে মঙ্গলবারই করোনায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের।
আরও পড়ুন- চর্চায় ‘লাভ জিহাদ’! তবে আইন আনার পরিকল্পনা নেই কেন্দ্রের, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
উল্লেখ্য, গত মাস থেকে দেশ জুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। এর মাঝে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের করোনা মুক্তির সংবাদ নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু কতদিন এই দ্বীপাঞ্চল করোনা বিহীন থাকে, সেটাই এখন দেখার।