এবার কেরোসিন থেকেও উঠল ভর্তুকি! চিন্তার ভাঁজ আম জনতার কপালে

এবার কেরোসিন থেকেও উঠল ভর্তুকি! চিন্তার ভাঁজ আম জনতার কপালে

e8584d27cb69abdc87f1608d903d4ea9

নয়াদিল্লি:  করোনা আবহেই বহু প্রতীক্ষিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। কিন্তু পেট্রোল ডিজেলের মতো জ্বালানি হোক কিংবা ভোজ্যতেল, বাজেটে দাম বেড়েছে সবকিছুরই। নতুন বাজেট এখনও কার্যকর না হলেও এবার নিম্ন ও মধ্যবিত্তের মুখের হাসি আরো খানিক ম্লান করে দিয়ে ভর্তুকি উঠল কেরোসিন থেকেও।

আরও পড়ুন- চর্চায় ‘লাভ জিহাদ’! তবে আইন আনার পরিকল্পনা নেই কেন্দ্রের, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

কেরোসিন এখনও এ দেশের বহু মানুষের অন্যতম প্রধান অবলম্বন। জ্বালানি হিসেবে কেরোসিনই ব্যবহার করেন গরিব মানুষেরা। কিন্তু গরিবের সেই মহামূল্যবান জ্বালানি কেরোসিনের উপর থেকেই এবার পুরোপুরি ভর্তুকি তুলে নিল কেন্দ্র সরকার। বাজেট পরবর্তী কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আদতে বিপদে পড়বেন বহু সাধারণ মানুষ, তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

সূত্রের খবর, ২০২১-২২ অর্থবছরে দেশের মানুষের মধ্যে কেরোসিন বন্টনের খাতে এক টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র। জানা যাচ্ছে আগামী মে মাস থেকেই সরকারি ভর্তুকি পুরোপুরি উঠে যাবে কেরোসিন থেকে। এর আগে ২০১০ সালে পেট্রোল ও ২০১৪ সালে ডিজেলের উপর থেকেও এভাবেই নিয়ন্ত্রণ তুলে নিয়েছিল ভারত সরকার। এর ফলে আন্তর্জাতিক বাজারে দামের তারতম্যের ভিত্তিতেই এখন নির্ধারিত হয় পেট্রোল ডিজেলের দাম। এবার থেকে সেই ব্যবস্থা চালু হতে চলেছে কেরোসিনের ক্ষেত্রেও।

আরও পড়ুন- জনগণনা হবেই, কিন্তু NRC হবে? সংসদীয় কমিটিকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

কেরোসিন থেকে ভর্তুকি তোলার ফলে এখন যে পরিস্থিতি দাঁড়ালো তাতে কেবলমাত্র রান্নার গ্যাসেই রয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। যদিও সেক্ষেত্রেও বরাদ্দ ভর্তুকির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে অনেকটাই। বর্তমানে এ রাজ্যে কেরোসিনের দাম লিটার প্রতি ৩৬.১২ টাকা। কিন্তু এই দামও আগামী মে মাস থেকে আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতেই ওঠানামা করবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রক। এ প্রসঙ্গে উল্লেখ্য, গত বছর থেকে এক টানা কেরোসিনের দামের গ্রাফ উর্দ্ধমুখী। ২০২০ সালে লিটার প্রতি কেরোসিনের দাম ছিল ১৩.৯৬টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *