দীপ সাধুর সন্ধান দিলেই ১ লক্ষ টাকা নগদ পুরস্কার, ঘোষণা দিল্লি পুলিশের

দীপ সাধুর সন্ধান দিলেই ১ লক্ষ টাকা নগদ পুরস্কার, ঘোষণা দিল্লি পুলিশের

নয়াদিল্লি:  ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষক বিদ্রোহে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি৷ বিক্ষোভের আঁচ লাগে লালকেল্লার আভিজাত্যে৷ পুলিশি ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ওড়ানো হয় কৃষক আন্দোলনের পতাকা৷ প্রতিবাদী কৃষকদের মিছিল রুখতে চলে পুলিশের চাঠি, গুলি৷ ছোঁড়া হয় জল কামান, কাঁদানে গ্যাস৷ রণক্ষেত্রের রূপ নেয় রাজধানী৷ এই ঘটনায় পঞ্জাবি অভিনেতা দীপ সাধু সহ একাধিক সন্দেহভাজনের  হদিশ পেতে নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল দিল্লি পুলিশ৷ 

আরও পড়ুন- চর্চায় ‘লাভ জিহাদ’! তবে আইন আনার পরিকল্পনা নেই কেন্দ্রের, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

২৬ জানুয়ারি কৃষকদের শান্তিপূর্ণ ট্র্যাক্টর ব়্যালি হিংসাত্মক হয়ে ওঠে৷ উন্মত্ত কৃষকরা হামলা চালায় লালকেল্লায়৷ এই ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে দীপ সাধুর বিরুদ্ধে৷ ওই দিন বিক্ষুব্ধ কৃষকরা লালকেল্লায় ঢুকে কৃষক আন্দোলনের পতাকা উড়িয়ে দেয়৷ এই ঘটনার পরই দীপ সাধুর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল দিল্লি পুলিশ৷ এবার তাঁর খোঁজ পেতে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হল৷ বুধবারই এই ঘোষণা করা হয়েছে৷ সাধুর পাশাপাশি যুগরাজ সিং, গুরজ্যোত সিং এবং গুরজন্ত সিংয়ের সন্ধানেও একই পুরষ্কার দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ৷ 

এছাড়াও প্রজাতন্ত্র দিবসের ঘটনায় জড়িত জজবীর সিং, বুটা সিং, সুখদেব সিং এবং ইকবাল সিংয়ের গোপন ডেরার খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে৷ এরা সকলেই প্রজাতন্ত্র জিবসের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ৷ 

আরও পড়ুন- জনগণনা হবেই, কিন্তু NRC হবে? সংসদীয় কমিটিকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

প্রসঙ্গত, গত নভেম্বর মাস থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলন চালাচ্ছে বিক্ষুব্ধ কৃষকরা৷ ২৬ জানুয়ারি দিল্লি সীমান্তে তাঁদের ট্র্যাক্টর ব়্যালি করার অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ৷ কিন্তু তারা ব্যারিকেড ভেঙে রাজধানীর রাজপথে ঢুকে পড়ে৷ মারমুখী আন্দোলনকারীদের একটি দল পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে লালকেল্লায়৷ ব়্যালিতে অংশগ্রহণকারী বহু কৃষকের হাতেই সেদিন দেখা গিয়েছিল তলোয়ার৷ এই ঘটনায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে৷ 

মঙ্গলবার কেন্দ্রীয় সরকার সংসদকে জানায় ওই দিন কী ভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল ও কী ভাবে আগ্রাসী হামলা চালিয়েছিল কৃষকরা৷ এর পরেই বুধবার এই ঘটনায় অভিযুক্তদের সন্ধান পেতে নগদ পুরস্কার ঘোষণা করল দিল্লি পুলিশ৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =