রেকর্ড ভেঙে দেশে আক্রান্ত ২ লক্ষ? সাবধান! সতর্ক করছে PIB

রেকর্ড ভেঙে দেশে আক্রান্ত ২ লক্ষ? সাবধান! সতর্ক করছে PIB

PIB

নয়াদিল্লি:  উদ্বেগ বাড়িয়ে ক্রমশ জটিল হয়ে উঠছে করোনা পরিস্থিতি৷ গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা৷ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি৷ যেখানে করোনা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে৷ কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ এদিন স্পষ্ট জানিয়ে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)৷

আরও পড়ুন- বিদেশে তৈরি সমস্ত ভ্যাকসিনেই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ভারতের!

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভুয়ো বার্তায় বলা হয়েছে গত ৩-৪ সপ্তাহ ধরে ভারতে যে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়েছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা প্রেস রিলিজে নিশ্চিত করা হল৷ ১০৭৮৭টি পজেটিভ কেসের মধ্যে INSACOG ৭৭১টি ভাইরাসের ধরন সনাক্ত করেছে৷   এর মধ্যে ব্রিটিশ ভ্যারিয়েন্ট রয়েছে ৭৩৬টি৷ দক্ষিণ আফ্রিকার ৩৪টি এবং ব্রাজিলের ১টি৷ ভাইরাসের এই ধরনগুলি চিনের উহানে যে ভাইরাসের সন্ধান মিলেছিল, তার চেয়েও মারাত্মক৷ ফলে ভারতে এখন করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্ট রয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর৷ এদিন এই মেসেজ সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিল পিআইবি৷ এই ধরনের ভুল বার্তা থেকে সতর্ক থাকার আর্জিও জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- ইচ্ছা থাকলেই উপায়! ATM-এর মধ্যে বসে চাকরির প্রস্তুতি নিরাপত্তা রক্ষীর!

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় সমস্ত রেকর্ড ভেঙে নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ মানুষ৷ করোনার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়তে চলেছে, সেই ইঙ্গত দিয়েছিলেন বিশেষজ্ঞরা৷ তবে যে ধারনা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে পরিস্থিতি৷ প্রায় প্রতিটি রাজ্যে দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৩৭ জনের। সেই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে করোনায় সুস্থতার হার কমে হয়েছে ৮৯.৫১ শতাংশ। বুধবার মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হন ৫৮ হাজার ৯৫২ জন৷ অন্যদিকে, বাংলায় ভোট মরশুমে যে ভাবে জনসভা, মিটিং মিছিল চলছে তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =