বিদেশে তৈরি সমস্ত ভ্যাকসিনেই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ভারতের!

বিদেশে তৈরি সমস্ত ভ্যাকসিনেই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ভারতের!

 
নয়াদিল্লি: টিকার সংকট নিয়ে যখন প্রায় সব রাজ্যই অভিযোগ করছে, তখন বিদেশে তৈরি হওয়া সমস্ত ভ্য়াকসিনকেই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সরকার ৷ মূলত যে সব ভ্য়াকসিনগুলি অন্য় দেশে তৈরি হয়েছে এবং কোনও না কোনও দেশে সেগুলি ব্য়বহার করছে, সেগুলিকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যাতে করোনা টিকার সংকট না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

মঙ্গলবার সকালেই রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া৷  এদিন একটি বিবৃতি প্রকাশ করে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে জরুরি ভিত্তিতে রাশিয়ান টিকা স্পুটনিক ভি-কে ব্যবহারের অনুমতি দেওয়ার কথা জানানো হয়েছে ৷ চলতি মাসের শেষ থেকে ওই টিকা পাওয়া যাবে ৷ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই বছরই আরও পাঁচটি টিকাকে ছাড়পত্র দেওয়া হবে ৷ সেগুলির মধ্য়ে রয়েছে জনসন অ্য়ান্ড জনসনের বায়ো ই, জাইডাস ক্যয়াডিলা, সিরামের নোভাভক্স এবং ভারত বায়োটেকের একটি টিকা ৷ বিশেষজ্ঞদের ধারণা, টিকার ঘাটতি সংক্রান্ত সমস্য়া মেটাতেই বিদেশের সমস্ত করোনা টিকাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তৈরি করা সাবজেক্ট এক্সপার্ট কমিটি জরুরি ভিত্তিতে ভারতে রাশিয়ার টিকা ব্যবহারের প্রস্তাব করার পরেই এই টিকাকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই ৷ এর ফলে মাত্রাতিরিক্ত হারে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সময়ই তৃতীয় টিকা হাতে পেয়ে গেল দেশ ৷ দেশের পাঁচটি ফার্মা কোম্পানিতে তৈরি হবে এই টিকা৷ বার্ষিক ৮৫০ মিলিয়ন ডোজ তৈরি হবে ৷ এপ্রিলের শেষে এই টিকার সীমিত পরিমাণ ডোজ পাওয়া যাবে ৷ গত সপ্তাহেই এই টিকা ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন চেয়ে আর্জি জানিয়েছিল হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ড. রেড্ডির ল্যাবরেটরি ৷ রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে পার্টনারশিপে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভারতে স্পুটনিক-ভি-র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে রেড্ডির ল্যাবরেটরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *