একাধিক শূন্যপদে নিয়োগ করছে UCO ব্যাঙ্ক, আগামীকাল থেকে শুরু অনলাইন আবেদন

একাধিক শূন্যপদে নিয়োগ করছে UCO ব্যাঙ্ক, আগামীকাল থেকে শুরু অনলাইন আবেদন

নয়াদিল্লি: সিকিউরিটি অফিসার, সিএ সহ একাধিক পোস্টে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে ইউকো ব্যাঙ্ক৷ আগামীকাল অর্থাৎ ২৭ অক্টোবর থেকে শুরু হবে অনলাইন আবেদনের প্রক্রিয়া৷ ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীরা ইউকো ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২০-র জন্য  www.ucobank.com -এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন৷ 

গুরুত্বপূর্ণ তারিখ- 

* অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৭ অক্টোবর ২০২০ থেকে৷ 
* ফি জমা ও আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ নভেম্বর, ২০২০৷

 

ইউকো ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২০ : শূন্যপদের বিস্তারিত বিবরণ- 

* সিকিউরিটি অফিসার – শূন্যপদ ৯
* ইঞ্জিনিয়র (সিভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেক্ট)- শূন্যপদ ৮
* ইকোনমিস্ট- শূন্যপদ ২
* স্ট্যাটিসটিসিয়ান- শূন্যপদ ২
* আইটি অফিসার- শূন্যপদ ২০
* চার্টার্ড অ্যাকাউন্টেন্টস/ সিএফএ (জেএমজিএস-I)- শূন্যপদ ২৫
* চার্টার্ড অ্যাকাউন্টেন্টস/ সিএফএ (এমএমজিএস-II)- শূন্যপদ ২৫

যোগ্যতা- 

* সিকিউরিটি অফিসার (এসও)- এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে৷ 
* ইঞ্জিনিয়র (সিভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেক্ট)- এই পদে আবেদনের জন্য ৬০ শতাংশ নম্বর সহ যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়/ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি থাকতে হবে৷ যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকবে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে৷ 
* ইকোনমিস্ট- ৬০ শতাংশ নম্বর সহ ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ইকোনমিক্সে পিএইচডি ডিগ্রি থাকতে হবে৷ 
* স্ট্যাটিস্টিসিয়ান- এই পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ অর্থনীতি বা ইকোনোমেট্রিক / অ্যাপলাইড ইকোনমিক্স / স্ট্যাটিস্টিকস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* আইটি অফিসার- ৬০ শতাংশ নম্বর সহ যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা AICTE সংশাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইনফরমেন টেকনোলজি/ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনে 
 চার বছরের বিই/ বি টেক ডিগ্রি বা ৬০ শতাংশ নম্বর সহ এমসিএ (৩ বছর) ডিগ্রি থাকতে হবে৷ 
* চার্টার্ড অ্যাকাউন্টস সিএফএ (জেএমজিএস-I)- চার্টার্ড অ্যাকাউন্ট/ সিএফএ পাশ করতে হবে৷ 
* চার্টার্ড অ্যাকাউন্টেন্টস/ সিএফএ (এমএমজিএস-II)- চার্টার্ড অ্যাকাউন্ট/ সিএফএ পাশ করতে হবে৷ 

আরও পড়ুন- BREAKING: সরকারি কর্মচারীদের মোটা বোনাস ঘোষণা কেন্দ্রের, দশমীতেই লক্ষ্মীলাভ

আরও পড়ুন- কার্যকর শিক্ষক বদলি প্রক্রিয়া, শিক্ষা দফতরের নয়া বিজ্ঞপ্তি ঘিরে ধোঁয়াশা!

আরও পড়ুন- পোস্টিং কলকাতায়, বেতন ২০ হাজার, অষ্টম শ্রেণি পাস হলেই ডাক বিভাগে নিয়োগ
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + sixteen =