পোস্টিং কলকাতায়, বেতন ২০ হাজার, অষ্টম শ্রেণি পাস হলেই ডাক বিভাগে নিয়োগ

পোস্টিং কলকাতায়, বেতন ২০ হাজার, অষ্টম শ্রেণি পাস হলেই ডাক বিভাগে নিয়োগ

কলকাতা:  ভারতীয় ডাক বিভাগের মেইল মোটর সার্ভিস কলকাতায় দক্ষ কারিগর নিয়োগ চলছে৷ আগ্রহী প্রার্থীরা কলকাতার বেলেঘাটা রোডের মেইল মোটর সার্ভিসের দফতরে ডাকযোগে জীবনপঞ্জি পাঠাতে পারবেন৷

এই পদের জন্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাসেরা আবেদনব কতরতে পারবেন৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷ মোটর ভেহিকেল মেকানিকের জন্য চাকরিপ্রার্থীকে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে৷ বসয় হতে হবে  সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে৷ বেতন মিলবে ২০২০০ টাকা৷ প্রার্থী বাছাই ট্রেড টেস্টের মাধ্যমে হবে৷

মোট শূন্যপদ রয়েছে ১৯টি৷ মোটর ভেহিকেল মেকানিক পদে শূন্যপদ ৮টি৷ মোটর ভেহিকেল ইলেক্ট্রিশিয়ান পদে ৪ জনকে নিয়োগ করা হবে৷ ব্ল্যাকস্মিথ পদে শূন্যপদ ২, টায়ারম্যান পদে শূন্যপদে ২টি৷ পেইন্টার, আপহোল্ডার ও  কার্পেন্টার অ্যান্ড জয়েনার পদে একটি করে শূন্যপদ রয়েছে৷

সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি

আগ্রহী প্রার্থীরা চাকরির আবেদন ডাকযোগে পারবেন আগামী ২ নভেম্বর বিকেল ৫ টার মধ্যে৷ আবেদন পাঠাতে হবে সিনিয়র ম্যানেজার, মেইল মোটর সার্ভিসেস, ১৩৯, বেলেঘাটা রোড, কলকাতা ১৫১ এই ঠিকানায়৷ এই পদে আবেদনে বিস্তারিত তথ্য জানতে সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =