ফের একবার SSC চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চ ভেঙে দিল পুলিশ, ধুন্ধুমার সল্টলেকে

ফের একবার SSC চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চ ভেঙে দিল পুলিশ, ধুন্ধুমার সল্টলেকে

কলকাতা: ফের এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন তুলে দিল পুলিশ৷ এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে চলল পুলিশের ধস্তাধ্বস্তি৷ সোমবার সেন্ট্রাল পার্কে নতুন করে অনশনে বসতে চাইলে চাকরি প্রার্থীদের বাধা দেয় পুলিশ৷ শুরু হয় ধস্তাধস্তি৷ আটক করা হয় ৫২ জনকে৷ আন্দোলনকারীরদের টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে৷  জয় হিন্দ স্লোগান তোলেন চাকরি প্রার্থীরা৷ 

আরও পড়ুন- SSC নিয়োগে বার বার অস্বচ্ছতা কেন? রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের

প্রসঙ্গত, ১৮৭ দিন ধরে এই সেন্ট্রাল পার্কের সামনেই অনশন চালাচ্ছিলেন এসএসসি চাকরিপ্রার্থীরা৷ কিন্তু দিন কয়েক আগে তাঁদের অনশন মঞ্চ ভেঙে দেওয়া হয়৷ এর পর আজ ফের তাঁরা সেন্ট্রাল পার্কের সামনে উপস্থিত হয়ে অনশনে বসার চেষ্টা করেন৷ কিন্তু এখানে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছিল৷ তড়িঘড়ি অনশনকারীদের তুলে দেওয়া হয়৷ প্রিজন ভ্যানে তুলে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়৷  

আন্দোলনরত এই প্রার্থীদের দাবি, মেধা তালিকায় নাম থাকা সত্বেও তাঁরা চাকরি থেকে বঞ্চিত৷ দিন কয়েক আগে স্কুল সার্ভিস কমিশনের অফিসে তাঁদের বৈঠক হয়৷ এর পরেও কিন্তু সমস্যার সমাধান হয়নি৷ চাকরির দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন এই প্রার্থীরা৷ এদিন অনশনে বসতে বসতে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয় বিশাল পুলিশ বাহিনী৷ 

চাকরি প্রার্থীদের বক্তব্য, রাতের অন্ধকার নির্মম ভাবে তাঁদের ধর্না মঞ্চ ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে৷ মেয়েদের উপর অত্যাচার হয়েছে৷ চাকরির দাবিতে তাঁরা ফের আসবেন৷ অপর এক চাকরি প্রার্থী বলেন, আচার্য ভবন মেনে নিয়েছে আমাদের সঙ্গে দুর্নীতি হয়েছে৷ এর পরেও নির্মমভাবে আমাদের আন্দোলন মঞ্চ ভেঙে দিয়েছে বিধানগর থানার পুলিশ৷ 
 

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগের দাবিতে প্রায় ৬ মাস ধরে সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের সামনে ধরনায় বসেছিলেন চাকরি প্রার্থীরা৷ কিন্তু অভিযোগ, সরকার পক্ষ, আচার্য সদন বা বিকাশ ভবনের কোনও আধিকারিক তাঁদের সঙ্গে দেখা করেননি৷ এই অবস্থায় নিজেদের করুন অবস্থা জানাতে ১ অগাস্ট শিক্ষমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন তাঁরা৷ তবে কোনও রকম বিক্ষোভ দেখানো হয়নি৷ সেই সময় লেকটাউন থানার ওসি সেখানে এসে পৌঁছন৷ শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক ও শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় তাঁর৷ এর পরেই ২ অগাস্ট সকাল ১১টায় তাঁদের আচার্যভবনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়৷   

আরও পড়ুন- কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ

সেই মতো ২ অগাস্ট স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন তাঁরা৷  তিনি দুর্নীতির কথা কবুল করে নেন বলে খবর৷ ৩ তারিখ ফের আচার্য ভবনে যান আন্দোলনরত প্রার্থীদের প্রতিনিধিরা৷  এদিকে সেদিন প্রবল বৃষ্টি হয় কলকাতায়৷ রাস্তায় হাঁটু জল৷ আশ্রয় নিতে করুণাময়ী বাসস্ট্যান্ডের আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন প্রার্থীরা৷ তবে মূল মঞ্চে ছিলেন বেশ কয়েকজন৷ অভিযোগ,  সেই সুযোগেই বিধাননগর নর্থ এর পুলিশ অকথ্য অত্যাচার চালায় মঞ্চে থাকা ছেলেদের উপর৷ তাঁদের গালাগালি করা হয় এবং মঞ্চের চারদিক  ঘিরে ফেলা হয়৷ মঞ্চের লাইট বন্ধ করে দেওয়া হয়৷ পুলিশ নির্মমভাবে মঞ্চের ত্রিপল, বাঁশ ও প্রার্থীদের ব্যাগ লুঠ করে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =