কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ

কলকাতা: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতাধীন ন্যাশনাল আরবান লাইভলিহুডস মিশনে কর্মী নিয়োগ করা হবে৷ তবে তা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে৷ পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ আবেদন করার শেষ তারিখ ১৭ অগস্ট, ২০২১৷ 

পদের নাম
কমিউনিটি অর্গানাইজার আন্ডার ডে-এনইউএলএম৷

 

শূন্যপদ
৩২টি৷ এর মধ্যে রয়েছে ইউআর ১৬, এসসি ৮, এসটি ২, ওবিসি ৬টি৷ 

 

বয়স
১.৪.২০২১ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে৷

 

শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ হওয়া আবশ্যক৷ সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে তিন থেকে পাঁচ বছর কাজ করা হতে হবে৷ মাইক্রোসফট অফিসের (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) কাজ জানা থাকলে অগ্রাধিকার মিলবে৷

 

বেতন
প্রতি মাসে ১০,০০০ টাকা দেওয়া হবে৷

 

আবেদন পদ্ধতি
যোগ্য ও উৎসাহী প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে৷ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েহসাইট www.kmcgov.in এ আবেদনপত্র ডাউনলোড করতে হবে৷ পরে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ দিতে ডাকা হবে৷ নির্বাচিত প্রার্থীদের নামের তালিকাও ওয়েবসাইটে দেখা৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eight =