SSC নিয়োগে বার বার অস্বচ্ছতা কেন? রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের

SSC নিয়োগে বার বার অস্বচ্ছতা কেন? রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের

d4e3bf00e0250202271f74484ad43aec

 

কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে ফের উচ্চ আদালতে ভর্ৎসনার মুখোমুখি স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-এর নিয়োগ প্রক্রিয়ায় কেন বার বার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে? কেন বার বার চাকরি প্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? এসএসসি’তে তীর্ব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের৷ 

আরও পড়ুন- কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ

অভিযোগ, এসএসসিতে সুযোগ পেয়েছে ব়্যাঙ্র ২৫৩, অথচ সুযোগ পায়নি ২১৪! এই ঘটনায় কমিশনকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট৷  এসএসসি নিয়োগে এই অস্বচ্ছতাকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েকজন চাকরিপ্রার্থী। অভিযোগ ২০১৬ সালে নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে বড়সড় গোলমাল রয়েছে। ২০১৯ এ নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। ২০২১ সালে  জানা  যায় ওয়েটিং লিস্টের ২৫৩ নম্বর ব়্যাঙ্ক-এর প্রার্থীরা সুযোগ পেয়েছেন। অথচ ২১৪ ব়্যাঙ্ক সুযোগ পাননি। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে৷  সোমবার মামলার শুনানির সময় কমিশনকে ভর্ৎসনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এসএসসি-র কাছে জানতে চায়, কেনো এই অস্বচ্ছতা? বার বার কেনো এই বেনিয়ম ধরা পড়ছে? কেন চাকরিপ্রার্থীদের বারবার আদালতে আসতে হচ্ছে ? এই বিষয়ে এসএসসি-র কাছে হলফনামা তলব করা হয়েছে৷ আগামী ৩১ শে আগস্টের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পরবর্তী শুনানি ৩১ শে অগাস্ট৷ 

আরও পড়ুন- ইন্টারভিউ দিয়ে স্বাস্থ্য দফতরে স্টোর কিপারের চাকরি

এর আগে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে কমিশনের অনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়েও কলকাতা হাইকোর্টে  জনস্বার্থ মামলা দাযের হয়েছে৷  কিন্তু  উচ্চ প্রাথমিক নিয়োগে একাধিক অনিয়ম হয়েছে বলে দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন উলুবেড়িয়া বাসিন্দা সুব্রত মণ্ডল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *