কলকাতা: কলকাতা হাইকোর্টের রায়ে সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া৷ প্যানেল থেকে মেধা তালিকা, সব কিছু বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য৷ ফলে ফের নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া৷ রুল নম্বর ১২ (৩), ২০১৬ অনুসারে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)৷ ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন বাদে উচ্চ প্রাথমিকে প্রতিটি বিষয়ের জন্যই এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হবে৷
আরও পড়ুন- ধাপে ধাপে ধাপ্পাবাজির অভিযোগ, ৩০ শে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি পার্শ্বশিক্ষকদের
২০২১ সালের ৪ জানুয়ারি থেকে শুরু হবে ভেরিফিকেশন পর্ব৷ আদালতের নির্দেশে অনলাইনেই চলবে এই প্রক্রিয়া৷ যাঁরা অ্যাসিস্ট্যান্ট শিক্ষক-শিক্ষিকা পদের জন্য আবেদন করেছেন তাঁদের নিম্ন লিখিত তথ্যগুলি পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে৷ এই তথ্যগুলি হল-
১.ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড/ পাসপোর্ট/ আধার কার্ড
২. মাধ্যমিক অ্যাডমিট কার্ড
৩. মাধ্যমিক মার্কশিট
৪. উচ্চমাধ্যমিকের মার্কশিট
৫. গ্র্যাজুয়েশনের মার্কশিট
৬. সমস্ত প্রফেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট
৭. কাস্ট সার্টিফিকেট
৮. একটি সাম্প্রতিক তোলা স্টাম্প সাইজের রঙিন ছবি
আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে করবেন TET-এর আবেদন?
প্রসঙ্গত, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার৷ কিন্তু অভিযোগ, ওই পরীক্ষার মেধা তালিকায় ব্যাপক দুর্নীতি হয়েছে৷ এমন বহু প্রার্থীর নাম মেধা তালিকায় রয়েছে যাঁদের ন্যূনতম যোগ্যতামানও নেই৷ এই অভিযোগ জানিয়েই আদালতে মামলা করা হয়৷ এর পরেই পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়৷ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়৷