কলকাতা: প্রাথমিক শিক্ষক পদে সাড়ে ষোল হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ২০,০০০ প্রার্থী। এই প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণদের থেকে শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। সেই মতোই বুধবার প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি৷
আরও পড়ুন- ফের মামলার জটে জেরবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া, ফয়সালা ডিভিশন বেঞ্চে
বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার থেকেই আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ অনলাইন আবেদনের শেষ তারিখ ৬ জানুয়ারি৷ ১০ জানুয়ারি থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া৷ চলবে ১৭ তারিখ পর্যন্ত৷ আবেদন ফি ২০০ টাকা৷ তবে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০ টাকা ফি ধার্য করা হয়েছে৷ পরীক্ষা মিটে গেলে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের প্যানেল তৈরি হয়ে যাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রার্থীরা অনলাইনে www.wbbpe.org ও wbbprimaryeducation.org সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন৷
২০১৪ সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেই বিজ্ঞাপন অনুযায়ী ২০১৫ সালে টেট পরীক্ষা নেওয়া হয়৷ ২০১৬ সালে প্রকাশিত হয় টেটের ফল৷ কিন্তু এর পরেও বহু টেট প্রার্থী চাকরি পাননি। এই টেট উত্তীর্ণদের মধ্যে থেকেই ১৬ হাজার ৫০০ শূন্য পদ পূরণ করা হবে। গত সেপ্টেম্বর মাসেই নতুন করে প্রার্থী নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্রুত এই শূন্যপদ পূরণ করা হবে বলেও জানান তিনি। তাঁ কথা মতোই নতুন করে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করা হল৷
আরও পড়ুন- প্রবল ঠাণ্ডায় কাবু পার্শ্বশিক্ষকরা, নেই পানীয় জল-শৌচাগার, তার মধ্যেই চলছে আন্দোলন
গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ২০১৪ সালে টেট উত্তীর্ণ ও এনসিটিই-র বিধি মেনে প্রাথমিকে শিক্ষকতার জন্য বৈধ শংসাপত্র রয়েছে, এমন ৩১ হাজার প্রার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদে তাঁদের নথি যাচাইয়ে আবেদন করেছিলেন বলে বিকাশ ভবন সূত্রে খবর৷ বিএড এবং ডিএলএড দুই প্রশিক্ষণই রয়েছে এমন প্রায় ৩১ হাজার প্রার্থী আবেদন করেছেন বলে খবর৷