UPSC পরীক্ষায় হাতি ও পাখিকে নিয়ে প্রশ্ন, টুইটে শেয়ার করলেন IFS অফিসার

UPSC পরীক্ষায় হাতি ও পাখিকে নিয়ে প্রশ্ন, টুইটে শেয়ার করলেন IFS অফিসার

2996fb8cbedececa3e8888dfa8eef00d

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর পরীক্ষা স্থগিত করার আর্জি জানিয়েছিল ২০ জন প্রার্থী৷ সেই আবেদন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে৷ ফলে নির্দিষ্ট দিনেই অনুষ্ঠিত হয় ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা৷ রবিবার ইউপিএসসি-র পরীক্ষায় আসা কিছু প্রশ্ন টুইট করে প্রকাশ্যে আনেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পারভিন পাসোয়ান৷

আরও পড়ুন- বোনাস-সহ ১ মাসে ২ বার বেতন পাবেন সরকারি কর্মচারীরা, বিজ্ঞপ্তি নবান্নের

 
তাঁর টুইট থেকে জানা যায়, এই বছর ইউপিএসসি প্রলিমিনারি পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল হাতি এবং পাখিকে নিয়ে৷ সেই প্রশ্নপত্রই টুইট করেন পাসোয়ান৷ এর পর মজা করে বলেন, ‘‘আমার টুইটগুলি ফাঁস হয়ে গিয়েছে মনে হচ্ছে৷’’ চলতি বছরের শুরুতে মহিলা হাতিরা কী ভাবে তাদের হাতির পালকে পরিচালনা করে, সে সম্পর্কে তথ্য ভাগ করে নিয়েছিলেন তিনি৷ ইউপিএসসি পরীক্ষায় যে প্রশ্ন করা হয়েছিল, তাতে হাতি নিয়ে চারটি অপশন দেওয়া হয়েছিল৷ জানতে চাওয়া হয়েছিল এর মধ্যে কোনগুলি সঠিক৷ অপশনের মধ্যে ছিল- ১. হাতির দলের প্রধান হয় একজন হস্তিনী৷ ২. সর্বোচ্চ গর্ভধারণের সময় হতে পারে ২২ মাস৷ ৩. সাধারণত ৪০ বছর বয়সে একটি হস্তিনী প্রসব করতে পারে৷ ৪. ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হাতি রয়েছে কেরলে৷  

আরও পড়ুন- একাধিক পদে প্রচুর প্রার্থী নিয়োগ করছে SBI, শুরু হল আবেদন প্রক্রিয়া

প্রসঙ্গত, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সিভিল সার্ভিসেস পরীক্ষার তিনটি ধাপ রয়েছে- প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট (পিটি)। এর মধ্যে মেন পরীক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আর প্রিলিমিনারি পরীক্ষাটা একেবারেই এলিমিনেশন টেস্ট। এর নম্বর কোথাও যোগ হয় না। অন্য দিকে, পরীক্ষার মোট নম্বরের মধ্যে পিটি থেকে যোগ হবে মাত্র ১৪ শতাংশ। এখানে থেকে নম্বর তোলা সম্ভব, তা কখনও বলা যায় না। তাই, মেন পরীক্ষায় ভাল করাটাই থাকে সবার লক্ষ্য। পিটি পরীক্ষাই নির্ণয় করে দেয় একজন প্রার্থী কোন সার্ভিস বা ক্যাডার-এর যোগ্য৷ মেন পরীক্ষা বেশ লম্বা একটি প্রক্রিয়া। পাঁচ দিন ধরে পরীক্ষা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *