নয়াদিল্লি: ব্যাঙ্কে চাকরি খুঁজছেন৷ তাহলে আপনার জন্য রয়েছে সুখবর৷ স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে প্রচুর প্রার্থী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ মঙ্গলবার এই বিষয়ে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক প্রার্থীরা ৮ অক্টোবরের মধ্যে অনলাইনে নিজেদের আবেদন জমা করতে পারবেন৷ এই পদের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না৷ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে৷ এসবিআই-এর তরফে টুইট করে বলা হয়েছে, ‘‘আপনাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে চলেছে৷ একাধিক পদে লোক নিচ্ছে এসবিআই৷’’
কোন কোন পদে কত জন প্রার্থী নেওয়া হবে-
* ডেপুটি ম্যানেজার সিকিউরিটি- শূন্যপদ ২৮
* ম্যানেজার (রিটেল প্রোডাক্ট)- ৫টি শূন্যপদ
* ডাটা ট্রেনার- শূন্য পদ ১
* ডাটা ট্রান্সলেটর- শূন্যপদ ১
* সিনিয়র কনসালট্যান্ট অ্যানালিস্ট- শূন্য পদ ১
* অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এন্টারপ্রাইজ এবং টেকনলজি আর্কিটেকচার)- শূন্যপদ ১
* ডাটা প্রোটেকশন অফিসার- শূন্যপদ ১
* ডেপুটি ম্যানেজার (ডাটা সায়েন্টিস্ট)- শূন্যপদ ১১
* রিস্ক স্পেশালিস্ট সেক্টর (স্কেলIII) – শূন্যপদ ৫
* পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (স্কেলII) –শূন্যপদ ৩
* রিস্ক স্পেশালিস্ট- ক্রেডিট (স্কেলIII) – শূন্যপদ ২
* রিস্ক স্পেশালিস্ট- ক্রেডিট (স্কেলII)- শূন্যপদ ২
* রিস্ক স্পেশালিস্ট- এন্টারপ্রাইজ (স্কেলII)- শূন্যপদ ১
* রিস্ক স্পেশালিস্ট – আইএনডি (স্কেলIII) – শূন্যপদ ৪
উপরোক্ত প্রতিটি পদে স্থায়ী নিয়োগ করা হবে৷ তবে শুধুমাত্র ডাটা প্রোটেকশন অফিসার পদে চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে৷
কী ভাবে আবেদন করতে হবে-
* সবার আগে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে৷
* এর পর পেজের নীচে থাকা কেরিয়ার লিঙ্কে ক্লিক করতে হবে৷
* লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেকসনে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে৷
* এর পর ‘অ্যাপ্লাই অনলাইন’ অপশনের উপর ক্লিক করতে হবে৷
* এর পর ‘নিউ রেজিস্ট্রেশন’-এ ক্লিক করুন৷
* ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে থাকলে, ‘লগইন’-এ ক্লিক করুন৷
* ফর্ম ফিল আপ করার পর ফি জমা দিন৷
জেনারেল প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা৷ তফশিলি জাতি-উপজাতী এবং প্রবন্ধী প্রার্থীদের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না৷
আরও পড়ুন- আগামী দিনে আরও কমবে নিয়োগ, হাত গুটচ্ছে কেন্দ্র-রাজ্য উভয়ই
আরও পড়ুন- উৎসবের মরশুমে সুখবর, লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে ই-কমার্স সংস্থাগুলি