বোনাস-সহ ১ মাসে ২ বার বেতন পাবেন সরকারি কর্মচারীরা, বিজ্ঞপ্তি নবান্নের

বোনাস-সহ ১ মাসে ২ বার বেতন পাবেন সরকারি কর্মচারীরা, বিজ্ঞপ্তি নবান্নের

6a9768e21994f3e061286fa20bbcbfba

কলকাতা: পুজোর বোনাস আগেই ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার৷ এবার করোনা আবহের ফের সরকারি কর্মচারীদের উৎসবের আগে বড় উপহার দেওয়ার ঘোষণা করল রাজ্য অর্থ দফতর৷ রাজ্যের নয়া ঘোষণায় বোনাস-সহ জোড়া বেতন হাতে পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা৷

উৎসবের মাসে যাতে বেতনের সংক্রান্ত কোনও রকম প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে অক্টোবরে আগাম বেতন দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ ফলে, চলতি মাসে জোড়া বেতন ঘরে তুলতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ চলতি মাসে দু’টি বড় উৎসব রয়েছে৷ মাসের মাঝামঝি সময়ে রয়েছে দুর্গাপুজো৷ তরপর রয়েছে লক্ষ্মীপুজো৷ এবার লক্ষ্মীপুজো পড়েছে মাসের শেষে৷ মাস শেষে লক্ষ্মীপুজোর ছুটির কারণে বেতন পাওয়ার ক্ষেত্রে যাতে কোনও প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে অক্টোবরের বেতন আগে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার৷

সাধারণ সময়ে মাস পয়লা বেতন পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা৷ এ ক্ষেত্রে যেহেতু ৩০ অক্টোবর লক্ষ্মী পুজোর ছবি রয়েছে, ফলে উৎসবের মাসে যাতে বেতন পেতে কোনও সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করতে অক্টোবরের আগেই বেতন দেওয়ার ঘোষণা করা হয়েছে৷

গত ৩০ সেপ্টেম্বর অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২৮ থেকে ২৯ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন মিটিয়ে দেওয়া হবে৷ ইতিমধ্যেই সেই নির্দেশ বিভিন্ন দফতরে তা পাঠানো হয়েছে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেতন সংক্রান্ত কাজ প্রস্তুত রাখতেও বলা হয়েছে৷ স্বাভাবিকভাবেই পুজোর মাসে আগাম বেতন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা একাংশ৷ এমনিতেই রাজ্য সরকারি কর্মচারীরা মাস পয়লা বেতন পেয়ে থাকেন৷ এবার সেপ্টেম্বরের বেতন পয়লা অক্টোবর পাওয়ার পর অক্টোবরের বেতন মিলবে অক্টোবরের ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে৷ অর্থাৎ এক মাসে জোড়া বেতন ঘরে তুললেন সরকারি কর্মচারীরা৷ তারপর রয়েছে বোনাস৷

cd76d6c9fccd4a72cefaab55ec0ce0da
নবান্নের বিজ্ঞপ্তি

এর আগে রাজ্য সরকারের তরফে চলতি বছরের ১৩ মে করোনা আবহের মধ্যেই সরকারি কর্মচারীদের অ্যাড-হক বোনাস বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ ওই দিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, অগ্রিম উৎসব ভাতা ১০ হাজার টাকা করা হয়েছে৷ অ্যাড-হক বোনাস বাড়ানো হয়েছে৷ সরকারি কর্মচারীদের বোনাস বাড়িয়ে ৪২০০টাকা করা হয়েছে৷ এর জন্য ৪০০ কোটি টাকা খরচ হবে৷ বোনাসের উধ্বসীমা ৩০ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ২৫০ টাকা করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হন রাজ্যের ১০ লক্ষ মানুষ৷ টাকা না থাকা সত্ত্বেও রাজ্য সরকারের মানবিক মুখ বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রী জানান, সরকারের টাকা না থাকলেও আমরা এক তারিখে সরকারি কর্মচারীদের বেতন দিই৷ এখনও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সঠিক সময়ে হয়৷

পরিসংখ্যান বলছে, গতবছর ৪ হাজার টাকা বোনাস ঘোষণা করা হয়৷ গতবছর ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরা ৪ হাজার টাকা বোনাস পেয়েছিলেন৷ ২০১৮ সালে ৩৬০০ টাকা বেতন দেওয়া হয়েছিল৷ গতবছর ৩০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে বেতন থাকা কর্মচারীরা ৮ হাজার টাকা অগ্রিম বেতন পেয়েছিলেন৷ এবার করোনা আবহে খুব একটা লাভবান হননি রাজ্যের সরকারি কর্মীদের একাংশ৷ ফলে, করোনা আবহে উৎসবের কথা মাথায় রেখে সরকারি কর্মচারীরা বোনাস-সহ অক্টোবরে জোড়া বেতন হাতে পেতে চলেছেন কর্মচারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *