পূর্ণ শিক্ষকের মর্যাদা চেয়ে আটক বহু পার্শ্বশিক্ষক, পুলিশি বাধার প্রতিবাদে নিন্দা শিক্ষক মহলে

পূর্ণ শিক্ষকের মর্যাদা চেয়ে আটক বহু পার্শ্বশিক্ষক, পুলিশি বাধার প্রতিবাদে নিন্দা শিক্ষক মহলে

b041e7dae370aa9745753d86148967a3

কলকাতা: বেতন পরিকাঠামো, স্থায়ীকরণ ও সরকারি সুযোগ সুবিধার দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা৷ বুধবার শিয়ালদা থেকে ধর্মতলা যাওয়ার কর্মসূচি নিয়েছিলেন তাঁরা৷ পূর্ব পরিকল্পনা মাফিক এদিন সকালে শিয়াদায় উপস্থিত হন পার্শ্বশিক্ষকরা৷ কিন্তু অভিযোগ, ১০ জনের জমায়েত হওয়ার আগেই পুলিশ প্রতিবাদী শিক্ষকদের আটক করে লালবাজার থানায় নিয়ে যায়৷ তাঁদের দাবি, সম্পূর্ণ অনৈতিক ভাবে আটক করা হয়েছে৷ পুলিশ আটক করার কোনও কারণ দেখাতে পারেনি৷ কোন অপরাধে তাঁদের আটক করা হল, সেই ব্যাখ্যাও মেলেনি৷ 

আরও পড়ুন- বিহারে উঠল ‘লাল-সুনামি’! অক্সিজেন পাবে বঙ্গের বাম শিবির?

পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের তীব্র নিন্দা করেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র৷ তিনি বলেন, ‘‘আমরা সকলেই জানি দীর্ঘদিন ধরেই রাজ্যের পার্শ্বশিক্ষকরা বঞ্চনার শিকার৷ পার্শ্ব শিক্ষকদের এই বঞ্চনা দূর করতে সরকারের কাছে বারবার আবেদন নিবেদনের পরও কোনও সুরাহা হয়নি৷ নিজেদের বঞ্চনার কথা তুলে ধরতেই এদিন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল পার্শ্বশিক্ষকদের৷ পুলিশ প্রশাসনকে অনেক আগে থেকেই এই কর্মসূচির কথা জানানো হয়েছিল৷ কিন্তু এদিন রাজ্যের পার্শ্বশিক্ষকরা রাস্তায় নামার সঙ্গে সঙ্গে অগণতান্ত্রিকভাবে তাঁদের আটক করা হল৷’’ এই ভাবে পার্শ্বশিক্ষকদের উপর পুলিশি আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানান বিশ্বজিৎবাবু৷ সমিতির পক্ষ থেকেও এই ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়৷ তবে এদিন সন্ধ্যায় আটক করা পার্শ্বশিক্ষকদের  ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর৷ 

আরও পড়ুন- রাজ্য পাচ্ছে তিনটি নতুন পুলিশ ব্যাটেলিয়ন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন শিয়ালদা থেকে রাজভবনে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল পার্শ্বশিক্ষকদের৷ এই দিন থেকেই শুরু হওয়ার কথা ছিল গণ ইমেলের৷ মুখ্যমন্ত্রীর কাছে এই ইমেল পাঠানো হবে বলে জানানো হয়েছিল৷ বিধায়ক এবং সাংসদদের কাছেও নিজেদের বঞ্চনার কথা তুলে ধরা কর্মসূচি নিয়েছিলেন পার্শ্বশিক্ষকরা৷ এদিনের কর্মসূচি ভেস্তে গেলেও আগামী দিনে বেশ কিছু কর্মসূচি রয়েছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের৷ ডিসেম্বরে সেই সকল কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *