রাজ্য পাচ্ছে তিনটি নতুন পুলিশ ব্যাটেলিয়ন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

কলকাতা: স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। কোচবিহার, নকশালবাড়ি, ঝাড়গ্রাম এবং পাহাড়ে  ৩ টি নতুন পুলিশ ব্যাটেলিয়ান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই ব্যাটেলিয়ানগুলি ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে গঠন করা হবে।

এদিন সাংবাদিক বৈঠকে এই সম্পর্কে বলতে গিয়ে মমতা জানান, এই পুলিশ ব্যাটেলিয়ান গুলির মধ্যে কোচবিহারের ব্যাটেলিয়ানের নাম হবে নারায়ণী ব্যাটেলিয়ান। নারায়ণী সেনার নামে এই ব্যাটেলিয়নের নামকরণ হয়েছে। পাহাড়ের মানুষদের দাবি মেনে সেখানে ব্যাটেলিয়ান নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ব্যাটেলিয়ানের নাম গোর্খা ব্যাটেলিয়ন। এদিকে জঙ্গলমহলের জন্য যে ব্যাটেলিয়ানে তৈরি করা হবে, তার নাম হবে জঙ্গলমহল ব্যাটেলিয়ান। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সঙ্গে এই তিনটি নতুন ব্যাটেলিয়ান যুক্ত হবে আগামী কয়েক মাসের মধ্যে। এমনটাই এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই ঘোষণা করার পর মমতা দাবি করেন, পুলিশ ব্যাটালিয়নের সিদ্ধান্তের পর পাহাড়বাসী যেমন খুশি হবেন, তেমনই জঙ্গলমহলবাসী অর্থাৎ ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়ার বাসিন্দারা এই সিদ্ধান্তে খুশি হবেন। কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল পুলিশ ব্যাটালিয়নের। সেই দাবি পূরণ করছে রাজ্য তৃণমূল সরকার। তবে নতুন গঠিত পুলিশ ব্যাটেলিয়ান কোন কোন এলাকায় কাজ করবে সে ব্যাপারে কথা বলতে গিয়ে মমতা জানান, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য পুলিশ। কাকে কোথায় নিয়োগ করা হবে সে ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত তাদের ওপর বর্তায়। 

এদিকে, গত সেপ্টেম্বর মাসেই নবান্ন থেকে ঘোষণা করা হয়েছিল পুলিশ নিয়োগের ব্যাপারে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩ বছরে পশ্চিমবঙ্গে ২৪,০০০ কন্সটেবল ও ২,৪০০ সাব ইন্সপেক্টর নিয়োগ করবে রাজ্য সরকার। এছাড়া রাজ্যের ৩টি থানা ভেঙে নতুন থানার ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে মহেশতলা থানা ভেঙে কালীতলা থানা, খড়দা থানা ভেঙে রহড়া থানা ও জলঙ্গী থানা ভেঙে সাগরপাড়া থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =