বিহারে উঠল ‘লাল-সুনামি’! অক্সিজেন পাবে বঙ্গের বাম শিবির?

বিহারে উঠল ‘লাল-সুনামি’! অক্সিজেন পাবে বঙ্গের বাম শিবির?

কলকাতা: ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে বাংলায় রাজ্যপাট হাতে নিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ বাংলায় গদি হারানো বামেরা অন্যান্য রাজ্যে প্রায় অস্তমিত৷ বাংলা বাইরে তাদের অস্তিত্ব বলতে, একমাত্র ত্রিপুরা ও কেরলে৷ সাম্প্রতিক কালে কোনও নির্বাচনে বামেদের উল্লেখযোগ্য ফল চোখে পড়ে না৷ ক্রমশ ম্লান হতে থাকে সেই বামেদের ছবিই বদলে গেল বিহার ভোটে৷ মহাগাটবন্ধন জোটে কংগ্রেসের চেয়ে ভালো ফল করল তিন বাম দল  সিপিআই, সিপিএম এবং সিপিআই (এমএল) লিবারেশন৷  

আরও পড়ুন- বিহারে দখল ৫ আসন, ওয়েইসির উত্থানে চিন্তায় তৃণমূল

এবার মোট ২৯টি আসনে লড়েছিল বাম দলগুলি৷ এর মধ্যে ১৬টিতে জিতেছে তারা৷ সবচেয়ে ভালো ফল করেছে সিপিআই (এমএল) লিবারেশন৷ বিহার ভোটে বামেদের এই ফলে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তারা৷ অন্যদিকে, মহাগাটবন্ধনের অন্যতম শরিক কংগ্রেস ৭০টি আসনে লড়লেও তাদের ঝুলিতে এসেছে মাত্র ১৯টি আসন৷ সেই তুলনায় বামেদের সাফল্যের হার কিন্তু বেশ নজরকাড়া৷ বিহারের এই সাফল্যে নতুন করে অক্সিজেন পেয়েছেন বাংলার বাম শিবির৷ নতুন করে উদ্দীপ্ত হচ্ছেন রাজ্যের বাম নেতৃত্ব৷ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন রফার ক্ষেত্রেও বিহারের সাফল্য তাদের খানিকটা এগিয়ে রাখবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, ‘‘গত লোকসভা ভোটের নিরিখে বিহারে ২২৩টি আসনে এগিয়েছিল এনডিএ৷ সেই তুলনায় তারা অনেকটাই পিছিয়ে গিয়েছে৷ আবার মানুষের রুজি-রুটি নিয়ে লড়াই করা মহাজোটের দলগুলি অনেকটা এগিয়ে গিয়েছে৷ বিহারে ভীষণই ভালো ফল করেছে বামেরা৷’’

আরও পড়ুন- রাজ্য পাচ্ছে তিনটি নতুন পুলিশ ব্যাটেলিয়ন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

 
সুজন চক্রবর্তীর সুরেই সুর মেলান সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য৷ তিনি বলেন, ‘‘সাধারণ, দরিদ্র মানুষের পাশে থেকে বিহারের মাটি আঁকড়ে আমরা লড়াই করেছি৷ তরুণ প্রজন্মের প্রার্থীরাও মানুষের আস্থা অর্জন করতে পেরেছে৷’’ তিনি মনে করেন কংগ্রেস ও বামেরা যদি ৫০টি করে আসন নিয়ে লড়ত, তাহলে বিহারে ফল আরও ভালো হত৷ হয়তো বিহারে জয় লাভ করল মহাজেট৷ অনেকেই মনে করছে, লকডাউনের মাঝে মানুষের পাশে দাঁড়িয়ে বামেরা যে আন্দোলম করেছে, এটা তাঁরাই ফলশ্রুতি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =