উচ্চ প্রাথমিকে ২৫ হাজরের বেশি অভিযোগ, পুজোর আগেই নিষ্পত্তি চাইছে কমিশন

উচ্চ প্রাথমিকে ২৫ হাজরের বেশি অভিযোগ, পুজোর আগেই নিষ্পত্তি চাইছে কমিশন

8af649be147b3d3f6339fd13c27637af

কলকাতা:  উচ্চ প্রাথমিকের জট কাটাতে তৎপর স্কুল শিক্ষা কমিশন৷ নিয়োগ নিয়ে ২৫ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে কমিশনের দফতরে৷ পুজোর আগেই সেই সকল অভিযোগের নিষ্পত্তি করে হাইকোর্টে রিপোর্ট দিতে চাইছে এসএসসি৷ 

আরও পড়ুন- ‘উৎসশ্রী’ পোর্টালে আবেদন করবেন কী ভাবে? রয়েছে গুচ্ছ শর্ত!

উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে মোট ২৫ হাজার ৫০০টি অভিযোগ জমা পড়েছে৷ এমনটাই কমিশন সূত্রে খবর৷ গতকাল পর্যন্ত ছিল অভিযোগ জমা দেওয়ার শেষ দিন৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, যে ২৫ হাজার ৫০০টি অভিযোগ জমা পড়েছে তার এক তৃতীয়াংশ অভিযোগ কমিশনের কাছে একাধিক বার জমা পড়েছে৷ পাশাপাশি এই অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তির জন্য স্কুল শিক্ষা দফতর থেকে ৬ জন যুগ্ম সচিব পর্যায়ের অফিসার নিয়োগ করা হয়েছে৷ এই ছয় অফিসারকে সঙ্গে নিয়ে আগামী সপ্তাহ থেকেই কমিশন হাইকোর্টের নির্দেশ মাফিক কেস টু কেস শুনানি পর্ব শুরু করবে বলে জানানো হয়েছে৷

আরও পড়ুন- ‘উৎসশ্রী’ পোর্টালকে স্বাগত জানিয়ে সমস্যা সমাধানের দাবি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের

পুজোর আগেই এই শুনানি শেষ করে হাইকোর্টের কাছে রিপোর্ট জমা দিতে চাইছে কমিশন৷ সেক্ষেত্রে পুজোর আগেই যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করবে এসএসসি৷ 
কমিশন সূত্রে খবর, অভিযোগের শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রতিদিন ১০০টি করে অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্য রেখেছে কমিশন৷ সব মিলিয়ে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে ২৫ হাজারেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করবেন ৬ যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক৷      

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *