‘উৎসশ্রী’ পোর্টালে আবেদন করবেন কী ভাবে? রয়েছে গুচ্ছ শর্ত!

‘উৎসশ্রী’ পোর্টালে আবেদন করবেন কী ভাবে? রয়েছে গুচ্ছ শর্ত!

কলকাতা: শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়াকে সহজ করে তুলতে ‘উৎসশ্রী’ পোর্টাল এনেছে রাজ্য সরকার। এই পোর্টালের সাহায্যে এবার থেকে অনলাইনেই বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা। শনিবার পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 
শুধু মাত্র শিক্ষক শিক্ষিকারাই নন ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন শিক্ষাকর্মীরাও। বিভিন্ন ধরনের বদলির জন্য আলাদা-আলাদা ভাগ রাখা হয়েছে পোর্টালে। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক-সমস্ত স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও এই পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ঘরে বসেই। ২ রা অগাস্ট থেকে চালু হবে এই পোর্টাল।

 

উৎসশ্রী পোর্টাল ব্যবহার করবেন কী ভাবে?

পোর্টালে গিয়ে আইও এসএমএস অপশনে গিয়ে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের এমপ্লইজ আইডি দিলে নিজের ফোন নম্বরে মেসেজ মারফত একটি পাসওয়ার্ড পাবেন।

সেই পাসওয়ার্ড যথাস্থানে দিয়ে সাবমিট করলেই লগ ইন করা যাবে।

পোর্টালেই মিলবে বদলির আপ্লিকেশন ফর্ম।

সেই ফর্ম ফিলআপ করে বদলির আবেদন করা যাবে।

বদলির প্রক্রিয়া কত দূর এগোল, কোথায় আটকে থাকছে ফাইল সেই সমস্ত তথ্যও ‘রিয়েল টাইম ট্র্যাকিং’ করা যাবে পোর্টালের মাধ্যমে।

বদলির আবেদন জানানোর সময় কোনওরকম সমস্যা হলে সমাধানের জন্য পোর্টালে উল্লেখিত টোল ফ্রি নম্বর 18001023154 যোগাযোগ করতে হবে।

এছাড়াও সমস্যার কথা জানানো যাবে হোয়াটস অ্যাপ নম্বরেও। নম্বর দুটি হল-৮৯০২৬০২৫১৯ এবং ৬২৯২২৬৩৩০০
 
কোন কোন ক্ষেত্রে উৎসশ্রী প্রকল্পে সুবিধা পাবেন আবেদনকারীরা-

 

কোনও শিক্ষক শিক্ষিকা অসুস্থ থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।

এছাড়াও ১০ বছরের ছোট বাচ্চা থাকলে, বিশেষভাবে সক্ষম ও ৫৭-৫৯ বছর বয়সী শিক্ষক শিক্ষিকা অগ্রাধিকার পাবেন।

একই সার্কেলের মধ্যে ট্রান্সফারের আবেদন করতে পারবেন আবেদনকারীরা।

চাকরিতে যোগদানের পর থেকে শিক্ষক শিক্ষিকাদের স্কোর তৈরি করা হবে।

অনেকের স্কোর সমান হলে, বয়স অনুযায়ী, র্যাঙ্ক বের করা হবে। যিনি সিনিয়র হবেন, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারীরা যে তিনটি স্কুল পছন্দ করবেন, সেই স্কুলের মধ্যে সুযোগ না পেলে আবার স্কুল বাছাইয়ের সুযোগ দেওয়া হবে।
 

 

কোন কোন ক্ষেত্রে মিলবে না প্রকল্পের সুবিধা?

কোনও শিক্ষক শিক্ষিকার নামে যদি বিভাগীয় তদন্ত প্রক্রিয়া চলে সেক্ষেত্রে সেই শিক্ষক শিক্ষিকা আবেদন করতে পারবেন না।

কোনও শিক্ষক-শিক্ষিকা পাঁচ বছরের মধ্যে ট্রান্সফার নিয়ে থাকলে ট্রান্সফারের দিন থেকে আগামী ৫ বছর আবেদন করতে পারবেন না।

কোনও শিক্ষক শিক্ষিকা সাসপেন্ড হয়ে থাকলে তিনি আবেদন করতে পারবেন না।

এছাড়াও কোন শিক্ষক শিক্ষিকা যদি পূর্বে কোনও বদলির আদেশ অমান্য করে থাকেন তাহলে তিনি আগামী ৭ বছর এই উৎসশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না।
 
নয়া পোর্টাল সম্পর্কে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, উৎসশ্রী পোর্টালের উন্নতির জন্য ৩১ আগস্ট পর্যন্ত পরামর্শ দেওয়া যাবে। তার পরেও শিক্ষাদপ্তরে মেল করে পরামর্শ জানানো যাবে। পাশাপাশি ২০ জন আধিকারিক গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবেন। দুয়ারে সরকার প্রকল্পের আওতাভুক্ত হচ্ছে এই প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 19 =