উৎসবের মরশুমে সুখবর, লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে ই-কমার্স সংস্থাগুলি

উৎসবের মরশুমে সুখবর, লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে ই-কমার্স সংস্থাগুলি

নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো বা দশেরার কাউন্ট ডাউন৷ একইসঙ্গে সারা দেশে পালিত হবে নবরাত্রি৷ ফি বছর সারা দেশজুড়ে মহাসমারোহে পালিত হয় এই উৎসব৷ এই বছর পরিস্থিতি ভিন্ন হলেও দুর্গা পুজোর হাত ধরেই শুরু হয়ে যাবে উৎসবের মরশুম৷ এই সময় কেনাকাটাও বাড়বে৷ তাই সাময়িক হলেও এই মরশুমেই তৈরি হতে চলেছে বিপুল কর্ম সংস্থান৷ গ্রাহক চাহিদার উপর ভিত্তি করে প্রায় দেড় লক্ষ কর্মসংস্থান তৈরি হতে চলেছে৷ সাময়িক চাহিদা মেটাতে অ্যামাজন, ফ্লিপকার্ট, ইকম এক্সপ্রেসের মতো ই-কমার্স সংস্থাগুলি অস্থায়ী কর্মী নিয়োগের চিন্তাভাবনা শুরু করেছে৷ 

আরও পড়ুন- মহিলা পুলিশ কর্মীদের জন্য সুখবর, নিজের জেলায় বদলির প্রস্তাব যাচ্ছে নবান্নে

প্রথম সারির এক দৈনিকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৫ থেকে ২০ হাজার অতিরিক্ত সিজনাল কর্মী নিয়োগ করতে চলেছে ই-কমার্স জায়েন্ট অ্যামাজন৷ লকডাউন পরবর্তী চাহিদা মেটাতে ডেলিভারি এবং সাপ্লাই চেনে ৫০ হাজার কর্মী নিয়োগের কথা আগেই ঘোষণা করেছিল অ্যামাজন৷ অন্যদিকে অ্যামাজনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্ট ৭০ হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে৷ শুধু তাই নয়, উৎসবের মরসুমে ক্রেতার কাছে দ্রুত পণ্য পৌঁছে দিতে ৫০ হাজার ছোট দোকানের সঙ্গে জোট বেঁধেছে সংস্থা৷ ছোট শহর থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্রই ছড়িয়ে রয়েছে এই সব ছোট দোকানগুলি। নিজের নিজের এলাকা সম্পর্কে এদের চেনা জানা বেশি থাকায় পণ্য দ্রুত গ্রাহকের কাছে পৌঁছনো যাবে বলেই মনে করছে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- TET পাস করেও মেলেনি নিযোগ, প্রতিবাদে ফের বিক্ষোভ হবু শিক্ষকদের

আবার ৩০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ইকম এক্সপ্রেস৷ এর মধ্যে ৯ হাজার কর্মীকে স্থায়ী চাকরি দেওয়ার চিন্তা ভাবনাও করছে সংস্থা৷ উৎসবের মরশুমে অনলাইন শপিংয়ে জোয়ার আসতে চলেছে বলে ওয়াকিবহাল মহলের ধারনা৷ লকডাউনের মধ্যে ধাক্কা খেয়েছিল অনলাইন কেনাকাটা৷ ধীরে ধীরে তা পুরনো অবস্থায় ফিরছে৷ টিমলিজের সহ প্রতিষ্ঠাতা ঋতুপর্ণা চক্রবর্তী বলেন, শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা বা ফার্মেসি নয়, ই-কমার্সের মাধ্যমে অন্যান্য জিনিস কেনার প্রবণতাও বাড়ছে৷ উৎসবের কেনাকেটা সামাল দিতে ২০০টি নতুন ডেলিভারি স্টেশন চালু করছে অ্যামাজন৷  

  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + three =