মহিলা পুলিশ কর্মীদের জন্য সুখবর, নিজের জেলায় বদলির প্রস্তাব যাচ্ছে নবান্নে

মহিলা পুলিশ কর্মীদের জন্য সুখবর, নিজের জেলায় বদলির প্রস্তাব যাচ্ছে নবান্নে

কলকাতা: স্কুলশিক্ষকদের নিজের জেলায় বদলি করা হবে স্বরসতী পুজোর আগে দিন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, এখনও পর্যন্ত নিজের জেলায় শিক্ষকরা বদলি হতে পারেননি৷ উল্টে আপস  ও সাধারণ বদলি প্রক্রিয়া এখনও থমকে৷ শিক্ষক বদলি প্রক্রিয়া এখনও ঝুলে থাকলেও এবার মহিলা পুলিশ কর্মীদের জন্য মিউচুয়াল ট্রান্সফার ব্যবস্থার প্রস্তাব যাচ্ছে নবান্নে৷

প্রয়োজনে মহিলা পুলিশকর্মীরা চাইলে নিজের জেলায় বদলি জন্য আবেদন করতে পারেন৷ যেতে তাঁদের সুবিধা হয়৷ কিন্তু, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মহিলা পুলিশকর্মীদের কীভাবে এই বদলি প্রক্রিয়া শুরু করানো যায়, তার বিস্তারিত বিবরণ প্রস্তাবে নবান্নে পাঠানো হচ্ছে বলে খবর৷ পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে উদ্ধৃত করে বাংলার একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, নিজের জেলায় মহিলা পুলিশকর্মীদের বদলির প্রস্তাবটি দু’-একদিনের মধ্যেই জমা পড়বে৷

রাজ্যে কত মহিলা পুলিশকর্মী আছেন, তার হিসাব বোর্ডের সদস্যরা বৈঠক ডাকে করে ফেলেছেন বলে খবর৷ সেখানে বিভিন্ন জেলা থেকে মহিলা পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন বলে খবরে প্রকাশ৷ সংখ্যাগরিষ্ঠ অংশ বদলি নিয়ে ক্ষোভ উগরে দেন৷ জেলায় পোস্টিং হচ্ছে না বলেও সেখানে অভিযোগ ওঠে৷ সমাধানের রাস্তা বের করতে বোর্ডকর্তারা আলোচনায় বসেন বলে দৈনিকে প্রকাশ৷ সেখানে মহিলা পুলিশকর্মীদের জেলায় বা বাড়ি থেকে ৫০ কিমি মধ্যে পোস্টিং দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷

সেখানে মিউচুয়াল ট্রান্সফারের প্রসঙ্গ উঠে আসে বলে খবর৷ ভারসাম্য বজায় রাখা কীভাবে গোটা প্রক্রিয়া শুরু করা যায়, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা৷ মহিলা পুলিশকর্মী নিজেদের জেলায় ফিরে যেতে চাইলে তাঁরা আবেদন করবেন৷ পরে তা স্ক্রুটিনি করে দেখা হবে৷ মহিলা পুলিশ কর্মীরা জেলা ইন্টারচেঞ্জ করে নিতে পারবেন বলেও চিন্তাভাবনা শুরু হয়েছে৷ মিউচুয়াল ট্রান্সফারের পর সার্ভিস বুকেও তা উল্লেখ করার প্রস্তাব থাকছে৷ যাতে চাকরি থেকে অবসরের সময় কোনও জটিলতা তৈরি না হয়৷ মহিলা পুলিশ কর্মীদের সমস্যা মেটাতে বিস্তারিত প্রস্তাবে নবান্নের সবুজ সঙ্কেত মিললে তা কার্যকর হয়ে যাবে বলে মনে করছেন বোর্ডকর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =